Recent Post
Loading...

Chemistry Our Life Our future

"হাইড্রোজেন FON কলের মাধ্যমে হাইড্রোজেন বন্ধন গঠন করে" অর্থ্যাত্ হাইড্রোজেন এর যদি...
"F" - ফ্লোরিন
"O" - অক্সিজেন
"N" - নাইট্রোজেন
"কল" - ক্লোরিন থাকে তবে হাইড্রোজেন বন্ধন গঠন হবে ।
আবার এ থেকে বলতে পারি এই শর্তের কারনে অ্যমিন, অ্যলকোহল ইত্যাদি পানিতে দ্রবণীয় ।
কারণ অ্যামিনে আছে N (নাইট্রোজেন) এবং অ্যালকোহলে আছে O (অক্সিজেন) যা পানিতে অবস্থিত H (হাইড্রোজেন) এর সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করে ফলে এরা পানিতে দ্রবণীয় হয় ।

******************************************
ক্লোরিন (Cl) এর সব ব্যবহার মনে রাখ একটি মাত্র কথার দ্বারা- " জী আন্টি, আপনি 
হাতি + কাঁদুনে +বোরিং + কিপ্টা + পঁচা " 
জী = জীবাণু নাশক
আন্টি = এন্টিনক তরল
আপ নি = অগ্নি নির্বাপক
হা তি = হিমায়ক তরল
কাঁদুনে = কাঁদুনে গ্যাস
বোরিং = বিরঞ্জক
কিপ্টা = কীটনাশক
পঁচা = পচন নিবারক


*** সংকরণ সূত্র:

# সূত্র: 0.5×(অষ্টক সূত্র)
গুণফল 2 হলে sp
3 হলে sp², 4 হলে sp³, 5 হলে sp³d, 6
হলে sp³d², 7 হলে sp³d³ ।
** ব্যতিক্রম: CO² এ sp সংকরণ বিদ্যমান।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
আজ রসায়নের একটি গুরুত্বপূর্ণ
বিষয় নিয়ে আলোচনা করবো।আমরা
অনেক সময় পরীক্ষার হলে ভেবে বসি
(মানে আমি ভাবতাম,খারাপ ছাত্র
ছিলাম,তোমরা হয়ত ভাববে
না),'পোলারিটি' আর 'পোলারায়ন'
এক জিনিস।কিন্তু 'পোলারিটি' বা
'dipole' বা 'মেরুপ্রবনতা' বলতে বোঝায়
সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট।
আর 'পোলারায়ন' বা 'আয়নের বিকৃতি'
আলাদা জিনিস।এটা আয়নিক যৌগের
সমযোজী বৈশিষ্ট প্রকাশ করে।
পোলারায়ন কেন হয়,কিভাবে
হয়,সেটা নিয়ে কয়েকদিন আগে
লিখেছি(লেকচার-২,৮ তারিখ)।আজ
লিখব 'পোলারিটি' নিয়ে,যার অপর
নাম 'dipole dipole আকর্ষন' বা
'মেরুপ্রবনতা'.
অনেক সময় সৃজনশীল প্রশ্নে দেখবে যে
খ তে এসেছে এরূপ- 'HF একটি পোলার
যৌগ,ব্যাখ্যা কর'।
এমন প্রশ্নের সহজেই ব্যাখ্যা দেয়া
যায়।কোনো সমযোজী যৌগ
অপোলার,পোলার নাকি আয়নিক
প্রকৃতির হবে,তা যৌগে বিদ্যমান
মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য
দিয়ে বোঝা যায়।তড়িৎ ঋণাত্মকতার
পার্থক্য <0.5 হলে ঐ যৌগ অপোলার বা
বিশুদ্ধ সমযোজী,0.5-1.7 হলে পোলার
বা কিছুটা আয়নিক প্রকৃতির সমযোজী
আর >1.7 হলে যথেষ্ট আয়নিক
বৈশিষ্টপূর্ণ সমযোজী যৌগ।যেহেতু
হাইড্রোজেন এর তড়িৎ ঋণাত্মকতা 2.1
এবং ফ্লোরিনের 4.0,তাই HF যৌগে
তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.9।অতএব
এটি একটি পোলার যৌগ।
এমন প্রশ্ন ভর্তি পরীক্ষার mcq তে
আসে।কিছু মৌলের তড়িৎ ঋণাত্মকতার
মান মনে রাখলেই তোমরা এমন
যেকোনো প্রশ্ন পারবে।
F=4.0
O=3.5
Cl=3.0
N=3.0
Br=2.8
I=2.5
C=2.5
H=2.1
তাহলে এবার নিচের mcq এর উত্তর
নিজেরাই বের কর।
1.নিচের কোনটি অপোলার সমযোজী
যৌগ?
ক.CO2 খ.HCl গ.NO2 ঘ.HI
.
★ কেলাসের নাম ও উদাহরণ মনে
রাখার সহজ কৌশল ও ছন্দ
*কেলাসের নামঃ মনোক্লিনিক
(m)
*ছন্দ ঃ ম ন স জা গ কর
*উদাহরণঃএখানে>ম
তে >মনোক্লিনিকসালফার(s8),
স>তে>সবুজ ভিট্রিওল,
জিপসাম, গ্লুবার লবন
.
★★ কর্ণ সম্পর্ক মনে রাখার উপায় :
লিমা বেরিয়ে এলো বউ সেজে
লি : Li ----মা : Mg
বেরিয়ে : Be ---- এলো : Al
বউ : B ---- সেজে : Si
.
## উজ্জল ধাতু মনে রাখার
টেকনিক ::
"আজ মামা আলনা কিনবে
"
আজ=Ag
মামা=Mg
আল=Al
না =Na
কিনবে=Ca
উদ্ধায়ী ধাতু মনে
রাখার টেকনিক;;
"জন কেডি মার্কারিকে
চিনে"
জন=Zn
কেডি=Cd
মার্কারি=Hg
চিনে=Cn
মুদ্রাধাতু : অকাজ
অ: Au
কা: Cu
জ : Ag
অপধাতু : জি বিয়াই সিগগির
আসেন সাবধানে টুলে
আসেন
জি : Ge
বিয়াই : Bi
সিগগির : Si
আসেন : As
সাবধানে : Sb
টুলে : Te
বসেন : B
চুম্বক ধাতু : ফেল করি নাই রুহুল
রহিম পটলাকে
প্যাদাবে
ফেল : Fe
করি : Co
নাই : Ni
রুহুল : Ru
রহিম : Rh
পটলাকে : Pt
প্যাদাবে : Pd
নিকৃষ্ট ধাতু : লতা
ল : লোহা (Fe)
তা : তামা (Cu)
নরম ধাতু : পাবে না কে কে
পাবে : Pb
না : Na
কে : K
কে : Ca
.
★* *CO অনুর বন্ধনক্রম কত??(DU 2011-12)
(A)2 (B)3 (C)1 (D)2.5
কিন্তু মজার বিষয় হচ্ছে,এটাও
আমরা
এখন
থেকে
shortcut দিয়ে করবো,ঠিক এখন
থেকে,চল।
কোনো যৌগ তে বিদ্যমান
পরমাণু
দুটি X & Y
হলে,বন্ধনী ক্রম হবে
= [X(8-a) + Y(8-a)]/2
X=1st মৌল,Y=2nd মৌল,a=মৌলের
শেষ
কক্ষপথে
electron সংখা
So,Bond order of CO=[C(8-4)+O(8-
6)]/2=
(4+2)/2=3
C & O কিন্তু কোনো সংখা
না,এটা শুধু
X & Y
নির্দেশ করছে।
.
★কিছু গ্রুপের মৌল সমুহ:A2"বিরানী
মোগলাই কাবাব সাজিয়ে বাটিতে
রাখ::বিরানী=Be,
মোগলাই=Mg,কাবাব
=Ca,সাজিয়ে=Sr,বাটিতে=Ba,রাখ=Ra
"
Be=বেরিলিয়াম,Mg=ম্যাগনেশিয়াম,C
a=ক্যালসিয়াম,Sr=টনসিয়াম,Ba=বের
িয়াম,Ra=রেডিয়াম|
A 3:"বোন আমার গেলো ইন্ডিয়া
থাইল্যান্ড::বোন=B,আমার=Al,গেলো
=Ga,ইন্ডিয়া=In,থাইল্যান্ড"
B=ব্রোন,Al=অ্যালুমিনিয়াম,Ga=গ্
যালিয়াম,In=ইন্ডিয়াম,Tl=টেলিয়াম|
A4:"কার্বন সিলিকন গেলে টিন
পাবে::
কার্বন=C,সিলিকন=Si,গেলে=Ga,টিন
=Sn,পাবে=Pb"
C=কার্বন,Sn=সিলিকন,Ge=জার্মেনি
য়াম,Sn=টিন,Pb=লেড|
A5:"নাই প্রেম আছে শুধু বিষ::
নাই=N=নাইট্রজেন,প্রেম=P=ফছফরাছ
,আছে=As=আর্সেনিক,শুধু=Sb=এন্টি
মনি,বিষ=Bi=বিছমাত"|
A6:"অহংকার সার্থপরতা সর্বদাই
টানে পশ্চাতে::
ও=O,এস=S,এস সি=Se,টে=Te,পড়ে=Po"
O=অক্ছ্রিজেন,S=সালফার,Se=সেলিন
িয়াম,Te=টেলুরিয়
াম,Po=পোলোনিয়াম|
.

0 comments:

Post a Comment