Recent Post
Loading...

সাম্প্রতিক সময়ে আবিষ্কৃত চারটি মৌলের IUPAC নাম

সাম্প্রতিক সময়ে আবিষ্কৃত, নতুন চারটি মৌলের নাম নিশ্চিত করেছে IUPAC. মৌলগুলোর নাম দেয়া হয়েছে, nihonium(113), moscovium(115), tennessine(117) and oganesson(118).

Nihonium নামটি দেয়া হয়েছে জাপানের নামে। জাপানিজ ভাষায় জাপানের নাম হলো Nihon (নিপ্পন)। মৌলটি জাপানের গবেষণাগারে আবিষ্কৃত হয়েছে।
Moscovium মৌলটির নামকরণ হয়েছে, রাশিয়ার মস্কোর নামে।
Tennessine মৌলটির নামকরণ হয়েছে, আমেরিকার টেনিসি স্টেটের নামে। এবং Oganesson মৌলটির নামকরণ হয়েছে রাশিয়ার জীবন্ত কিংবদন্তী সাইন্টিস্ট Yuri Oganessian-এর নাম অনুসারে।

0 comments:

Post a Comment