কোনো মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস এবং উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস-এর মধ্যে পার্থক্য কী?



কোন মৌলের সাধারণ ইলেক্ট্রন বিন্যাস হল কোন শক্তি শোসন করার আগে হুন্ডের নীতি মেনে যে ইলেক্ট্রন বিন্যাস হয় সেটা।

আর উত্তেজিত অবস্থায় ইলেক্ট্রন শক্তি শোসন করে যুগ্ম থেকে অযুগ্ম হয়ে যায় এবং অন্য অরবিটালে প্রবেশ করে। এর ফলে নতুন যে বিন্যাস হয় সেটি হুন্ডের নীতি মেনে চলে না এবং এটিই হল উত্তেজিত অবস্থায় ইলেক্ট্রন বিন্যাস। p block মৌলে এই প্রবণতা বেশি।


সাধারণ অবস্থায় কোনো মৌলের ইলেকট্রনবিন্যাস নিষ্ক্রিয় অবস্হায় থাকে। তখন মৌলটি কোনো যৌগ গঠনে অংশগ্রহণকরেনা অর্থাৎ ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে না।অন্যদিকে যখন মৌলকে উত্তেজিত করা হয় তখন সে শক্তিশোষণ করে নিম্নশক্তি স্তর থেকে উচ্চ শক্তিস্তর যায়।এবং ইলেকট্রন অযুগ্মঅবস্থায় থাকে। ফলে আরো ইলেকট্রনগ্রহণ করে যৌগ গঠনে অংশ নেয়

0 comments:

Post a Comment