Recent Post
Loading...

প্রমান অবস্থায় ৫ লিটার মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে?



প্রমাণ অবস্থায় 5L CH4 (মিথেন ) গ্যাসে H পরমাণু আছে 5.375×10^23 টি ।।

চলুন গণনা করে দেখি-

আমরা জানি, প্রমাণ অবস্থায় 1 mol যেকোনো গ্যাসের আয়তন 22.4 L অথাৎ, প্রমাণ অবস্থায় 1 mol CH4 এর আয়তনও 22.4 L তাহলে ঐকিক নিয়মে পাই,

22.4 L = 1 mol

.°. 1L = 1/22.4 mol

=> 5L = 5/22.4 mol = 0.22 mol

এখন, আমরা জানি 1 mol যেকোনো গ্যাসে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে । এবং অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.02×10^23

.°. 1mol CH4 এ অণু আছে = 6.02×10^23 টি

=> 0.22 mol CH4 এ অণু আছে = 6.02×10^23 × 0.22 টি

.°. O.22 mol CH4 এ অণু আছে =1.34×10^23 টি

CH4 এর একটি অণুতে H আছে 4টি । সুতরাং 0.22 mol CH4 অণুতে H পরমাণুর সংখ্যা = 1.34×10^23 ×4 টি

.°. CH4 অণুতে H পরমাণু আছে =5.375×10^23 টি

0 comments:

Post a Comment