Recent Post
Loading...

হুন্ডের নীতি অনুযায়ী K(19) এর ইলেকট্রন বিন্যাস কেমন হবে?



হুন্ডের নীতি হলো " সমশক্তিসম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন প্রবেশের সময় যতক্ষণ পর্যন্ত অরবিটাল খালি থাকবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলো অযুগ্মভাবে অরবিটালে প্রবেশ করবে এবং অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হবে। "

অর্থাৎ, সমশক্তিসম্পন্ন একাধিক অরবিটাল খালি থাকলে ইলেকট্রন প্রথমে একটি করে খালি অরবিটালগুলো পূর্ণ করবে, তারপর আবার এক ইলেকট্রন বিশিষ্ট অরবিটালগুলোতে নতুন করে বিপরীত স্পিন যুক্ত একক ইলেকট্রন প্রবেশ করবে। এই নিয়ম অনুযায়ী, p- উপস্তরের তিনটি অরবিটালে ( x,y,z) প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে তারপর বাকি ইলেকট্রনগুলে বিপরীত স্পিনযুক্ত হয়ে প্রবেশ করবে। চিত্রে হুন্ডের নীতি অনুসারে পটাসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখানো হলো ——

0 comments:

Post a Comment