পযায় সারির 17 নং গ্রুপে F এর অবস্থান। দুটি পরমাণু তখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন অণুর পরমাণু গুলো বন্ধনে ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে।এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলে।তড়িৎ ঋণাত্মকতা একটি পযায়বৃত্ত ধর্ম।একই পর্যায়ের বামেরা মৌলের পারমাণবিক ব্যাসাধ বেশি এবং গানের মৌলের পারমাণবিক ব্যাসাধ কম। পারমাণবিক ব্যাসাধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে এবং পারমাণবিক ব্যাসাধ্ বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মান কমে।একই পর্যায়ের থাকা Li এর পারমাণবিক ব্যাসাধ বেশী তাই Li এর তড়িৎ ঋণাত্মকতার মান কম আবার একই পর্যায়ের উপর থেকে নিচের দিকে পারমাণবিক ব্যাসাধ বেশী তাই F এর তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশী।
Right
ReplyDelete