Recent Post
Loading...

Cu2+ Cu+ অপেক্ষা বেশি স্থিতিশীল কেন?

 Cu র পারমাণবিক সংখ্যা 29 এবং বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1,Cu 1+ র বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 এবং Cu2+ র বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 । ব্যখ্যাটা একাধিক ভাবে করা যায়, যথা - # 3d9 র জন্য Cu2+ Jahn Teller effect পরিলক্ষিত হয় যেখানে dx2-y2 orbital degeneration/ distortion হেতু lower energy তে অবস্থান করে, কিন্তু Cu1+ এ Jahn Teller effect পরিলক্ষিত হয় না # স্থিতিশীল hydration enthalpy র ওপর নির্ভর করে। Cu2+ র electron charge density তুলনামূলক ভাবে Cu1+ র থেকে বেশি হওয়ার দরুন hydration enthalpy বেশি ঋনাত্বক বা নেগেটিভ মান বেশি, তাই Cu2+ বেশি স্থিতিশীল। # Cu2+/Cu র Standard Electrode Potential Cu1+/Cu র থেকে কম হওয়ায় বেশি স্থিতিশীল।

0 comments:

Post a Comment