0 comments

মিথেন এর রসায়ন।

মিথেন হচ্ছে একটি রাসায়নিক যৌগ যার রাসায়নিক সংকেত CH। এর প্রতিটি অনুতে আছে এক পরমাণু কার্বন ও চার পরমাণু হাইড্রোজেন। এটি একটি অ্যালকেন এবং প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান।মিথেনের আপেক্ষিক প্রাচুর্যতা এটিকে একটি আকর্ষণীয় জ্বালানীতে পরিনত করেছে।কিন্তু,সাধারণ তাপমাত্রায় যেহেতু এটি গ্যাসীয় অবস্থায় থাকে তাই মিথেনকে উৎস থেকে পরিবহন করা কষ্টসাধ্য। বায়ুমন্ডলীয় মিথেন একটি ...

0 comments

অক্টেন এর রসায়ন।

অক্টেন একটি আট কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন। এটি বর্ণহীন গ্যাসীয় পদার্থ। এটি শুধু মাত্র কার্বন এবং হাইড্রোজেন এর একক বন্ধনের মাধ্যমে গঠিত। অন্যান্য হাইড্রোকার্বনের ন্যায় এর কাঠামোতে প্রতিটি কার্বন চারটি পৃথক পরমাণুর সঙ্গে বন্ধন গঠন করে। অক্টেনের রাসায়নিক সংকেতঃ C8H18 । নামকরণ : অজৈব রসায়নের নামকরণের আন্তর্জাতিক সংস্থা আইইউপিএসি অনুসারে ...

0 comments

অ্যামোনিয়াম ক্লোরাইডের এর রসায়ন।

অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে পানিতে দ্রবণীয় সাদা ক্রিস্টাল দানাদার জাতীয় অজৈব যৌগ। এর সংকেত হচ্ছে (NH4Cl) । অ্যামোনিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ অম্লীয়। Sal ammoniac হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রাকৃতিক ও খনিজ নাম। কয়লা উত্তোলিত গ্যাসগুলির সংশ্লেষণ থেকে কয়লার ডাম্প পোড়াতে খনিজটি সাধারণত গঠিত হয়। এটি কিছু আগ্নেয়গিরির ভেন্টের চারপাশে পাওয়া যায়। এটি প্রধানত ...

0 comments

কোয়ান্টাম সংখ্যা কি? এবং এর শ্রেনীবিভাগ।

কোয়ান্টাম সংখ্যা যে সকল রাশি বা সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তরের আকার ও আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এবং ইলেকট্রনের কক্ষপথের অক্ষ বরাবর স্পিন বা আবর্তন গতি সম্পর্কে তথ্য পাওয়া যায় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর ইলেকট্রনের কক্ষপথ বা শক্তিস্তরের আকার, কক্ষপথের আকৃতি ও কক্ষ পথের ত্রিমাত্রিক দিক বিন্যাস নির্দেশক পরস্পর ...

0 comments

নিস্ক্রিয় গ্যাসের রসায়ন এবং বিস্তারিত।

He, Ne, Ar, Kr, Xe, Rn কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না বলে নিষ্ক্রিয় গ্যাস। এরা অন্য মৌলের সাথে বিক্রিয়া করে না বলে এদেরকে অভিজাত বা মহান বা Noble গ্যাসও বলে। আবার বায়ুতে এদের পরিমাণ খুবই কম (<1%)। এ কারণে এদেরকে বিরল বা দুর্লভ গ্যাসও বলা হয়। এই গ্যাসগুলো খুব একটা ক্ষতিকরও নয়; তাই এদেরকে ‍উত্তম গ্যাসও বলা হয়। নিষ্ক্রিয় গ্যাসআবিষ্কারকআবিষ্কারের সালনামের উৎপত্তি/অর্থ Heজ্যানসেন ...

0 comments

খনিজ সম্পদ ধাতু এবং অধাতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী।

৫১. সালফার ডাইঅক্সাইড ক্রিয়া করে –i. জারক হিসেবেii. বিজারক হিসেবেiii. বিরঞ্জক হিসেবেনিচের কোনটি সঠিক?Ο ক) i ও iiΟ খ) ii ও iiiΟ গ) i ও iiiΟ ঘ) i, ii ও iii সঠিক উত্তর: (ঘ) ৫২. খনিতে আকরিকের সাথে থাকা অপদ্রব্যকে কি বলে?Ο ক) ডেজালΟ খ) অপদ্রব্যΟ গ) ধাতুমলΟ ঘ) খনিজমল সঠিক উত্তর: (ঘ) ৫৩. সাদা মাটির পাহাড় কোথায় অবস্থিত?Ο ক) বিজয়পুরΟ খ) দুর্গাপুরΟ গ) দিনাজপুরΟ ঘ) ...