Recent Post
Loading...

খনিজ সম্পদ ধাতু এবং অধাতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী।

৫১. সালফার ডাইঅক্সাইড ক্রিয়া করে –
i. জারক হিসেবে
ii. বিজারক হিসেবে
iii. বিরঞ্জক হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫২. খনিতে আকরিকের সাথে থাকা অপদ্রব্যকে কি বলে?
Ο ক) ডেজাল
Ο খ) অপদ্রব্য
Ο গ) ধাতুমল
Ο ঘ) খনিজমল
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৩. সাদা মাটির পাহাড় কোথায় অবস্থিত?
Ο ক) বিজয়পুর
Ο খ) দুর্গাপুর
Ο গ) দিনাজপুর
Ο ঘ) বিজয়নগর
 সঠিক উত্তর: (ক)

 ৫৪. ধাতু নিষ্কাশনের ধাপ নয় কোনটি?
Ο ক) আকরিক উত্তোলন
Ο খ) আকরিকের ঘনীকরণ
Ο গ) আকরিকে তার অক্সাইড রূপান্তর
Ο ঘ) ধাতু বিশোধন
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. মরিচাবিহীন ইস্পাতে থাকে না নিচের কোনটি?
Ο ক) ক্রোমিয়াম
Ο খ) নিকেল
Ο গ) কার্বন
Ο ঘ) ম্যাগনেসিয়াম
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৬. ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণের ফলে –
i. অর্থ সাশ্রয় হয়
ii. জ্বালানি সাশ্রয় হয়
iii. পরিবেশ দূষণ হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. ওলিয়ামের সংকেত কোনটি?
Ο ক) SO2
Ο খ) H2SO3
Ο গ) H2SO4
Ο ঘ) H2S2O7
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৮. পাকঘরের সিঙ্ক তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) ডুরালমিন
Ο খ) বিশুদ্ধ কপার
Ο গ) কাসা
Ο ঘ) মরিচাবিহীন ইস্পাত
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৯. 21 ক্যারেট স্বর্ণের উপাদান হলো –
i. স্বর্ণ
ii. আয়রন
iii. কপারসহ অন্যান্য ধাতু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৬০. SO2 এর প্রধান ব্যবহার –
Ο ক) ভলকানাইজিং-এ
Ο খ) বিরঞ্জনে
Ο গ) বারুদ তৈরিতে
Ο ঘ) H2SO4 প্রস্তুতিতে
 সঠিক উত্তর: (ঘ)

 ৬১. লঘু H2SO4 থেকে সিলভার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে না, কারণ –
i. সক্রিয়তা সিরিজে সিলভারের অবস্থান হাইড্রোজেনের নিচে
ii. হাইড্রোজেন সিলভারের চেয়ে বেশি সক্রিয়
iii. হাইড্রোজেন সিলভারের চেয়ে কম সক্রিয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬২. সোডিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রণের গলনাঙ্ক –
Ο ক) 8010C
Ο খ) 14740C
Ο গ) 20000C
Ο ঘ) 6000C
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৩. নিচের কোন ধাতুটি সবচেয়ে বেশি সক্রিয়?
Ο ক) সোডিয়াম
Ο খ) ক্যালসিয়াম
Ο গ) পটাসিয়াম
Ο ঘ) ম্যাগনেসিয়াম
 সঠিক উত্তর: (গ)

 ৬৪. NaCl এর গলিত দ্রবণে বিদ্যুৎ চালনা করলে –
i. ক্যাথোডে সোডিয়াম তৈরি হবে
ii. অ্যানোডে ক্লোরিন তৈরি হবে
iii. NaOH তৈরি হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৫. জিঙ্কের আকরিক নিচের কোনটি?
Ο ক) ক্যালামাইন
Ο খ) গ্যালেনা
Ο গ) লিমোনাইট
Ο ঘ) সাগরের পানি
 সঠিক উত্তর: (ক)

 ৬৬. স্টেইনলেস স্টিল কোন কাজে ব্যবহৃত হয়?
Ο ক) ইলেকট্রোপ্লেটিং করতে
Ο খ) নিরুদকরূপে
Ο গ) কাটাচামচ তৈরিতে
Ο ঘ) কাচ কাটতে
 সঠিক উত্তর: (গ)

 ৬৭. গ্যালেনার তাপজারণে সৃষ্ট গ্যাসটি –
Ο ক) দ্বিপরমাণুক
Ο খ) ৬৮ আপেক্ষিক আণবিক ভরবিশিষ্ট
Ο গ) বিরঞ্জক
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (গ)

 ৬৮. আকরিককে বায়ু প্রবাহের উপস্থিতিতে গলনাঙ্ক তাপমাত্রার নিম্ন তাপমাত্রায় উত্তপ্ত করার প্রক্রিয়াকে বলা হয় –
Ο ক) ঘনীকরণ
Ο খ) বিজারণ
Ο গ) তাপজারণ
Ο ঘ) ভস্মীকরণ
 সঠিক উত্তর: (গ)

 ৬৯. অলংকার তৈরিতে ব্যবহার করা হয় কোনটি?
Ο ক) থালা
Ο খ) বাইসাইকেল
Ο গ) কাঁচা চামচ
Ο ঘ) ঘড়ির স্প্রিং
 সঠিক উত্তর: (ঘ)

 ৭০. পাথর বা শিলা সৃষ্টি করে কোনটি?
Ο ক) ক্যালসিয়াম সালফেট
Ο খ) ক্যালসিয়াম নাইট্রেট
Ο গ) ক্যালসিয়াম অক্সালেট
Ο ঘ) ক্যালসিয়াম কার্বোনেট
 সঠিক উত্তর: (ঘ)

 ৭১. H2SO4 উৎপাদিত হয় নিচের কোন পদ্ধতিতে?
Ο ক) অসওয়াল্ড
Ο খ) হেবার বস
Ο গ) স্পর্শ
Ο ঘ) অন্তর্দুম পাতন
 সঠিক উত্তর: (গ)

 ৭২. নিচের কোনটি বিদ্যুৎ পরিবহন করে?
Ο ক) বালু
Ο খ) পানি
Ο গ) স্বর্ণ
Ο ঘ) গন্ধক
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. কম সক্রিয় ধাতুগুলো –
Ο ক) মূল্যবান
Ο খ) দুর্লভ
Ο গ) দুটিই
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (গ)

 ৭৪. সালফার ব্যবহৃত হয় –
i. রাবার ভলকানাইজিং করতে
ii. দিয়াশলাই তৈরিতে
iii. ডুরালোমিন তৈরিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭৫. ঢেউটিনে দস্তার প্রলেপ দেওয়ার কারণ কোনটি?
Ο ক) ঢেউটিনের সৌন্দর্য বৃদ্ধি
Ο খ) উৎপাদন ব্যয় কমানো
Ο গ) দস্তা অধিক সক্রিয়
Ο ঘ) ঢেউটিনের ভর কমানো
 সঠিক উত্তর: (গ)

 ৭৬. নিচের কোন সংকরে কপারের পরিমাণ সবচেয়ে কম?
Ο ক) ব্রাস
Ο খ) ব্রোঞ্জ
Ο গ) ডুরালমিন
Ο ঘ) ২২ ক্যারেট স্বর্ণ
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. ক্রোমিয়াম ধাতু নিষ্কাশনের জন্য ব্যবহৃত হয় –
Ο ক) তড়িৎ বিশ্লেষণ
Ο খ) কার্বন বিজারণ
Ο গ) তাপজারণ
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (খ)

 ৭৮. থোরিয়ামের আকরিক কোনটি?
Ο ক) মোনাজাইট
Ο খ) রুটাইল
Ο গ) হেমাটাইট
Ο ঘ) চেলকোসাইট
 সঠিক উত্তর: (ক)

 ৭৯. সিলিকা কার খনিজ?
Ο ক) SiO2 এর
Ο খ) Si এর
Ο গ) Se এর
Ο ঘ) কার্বনের
 সঠিক উত্তর: (খ)

 ৮০. উলফ্রামাইটের সংকেত কোনটি?
Ο ক) FeWO4
Ο খ) Fe2WO4
Ο গ) Fe2WO3
Ο ঘ) FeWO3
 সঠিক উত্তর: (ক)

 ৮১. লেড অক্সাইডের বর্ণ কিরূপ?
Ο ক) লাল
Ο খ) কালো
Ο গ) হলুদ
Ο ঘ) সবুজ
 সঠিক উত্তর: (গ)

 ৮২. ঝিনুক-শামুকের খোসা তলানিতে জমে পরিণত হয় –
Ο ক) শিলায়
Ο খ) চুনাপাথরে
Ο গ) মাটিতে
Ο ঘ) বেলে পাথরে
 সঠিক উত্তর: (খ)

 ৮৩. চুনাপাথর নিচের কোনটি?
Ο ক) CaSO4
Ο খ) Ca(NO)2
Ο গ) CaO
Ο ঘ) CaCO3
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৪. বক্সাইড দ্রবীভূত করতে KOH ব্যবহার করা হয় না কারণ –
Ο ক) KOH বক্সাইটের সাথে বিক্রিয়া করে না
Ο খ) দ্রবীভূত বক্সাইটের চাক্রিক রূপান্তর সম্ভব নয়
Ο গ) KOH এর মূল্য বেশি
Ο ঘ) এর সাথে বিক্রিয়া দ্বারা খনিজমল পৃথক করা যায় না
 সঠিক উত্তর: (গ)

 ৮৫. সালফাইড এর নিয়ন্ত্রিত তাপ জারণ দ্বারা ধাতু নিষ্কাশন হয় কোন আকরিকের?
Ο ক) ZnS
Ο খ) Cu2S
Ο গ) PbS
Ο ঘ) Fe2O3
 সঠিক উত্তর: (খ)

 ৮৬. ঘনীভূত আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করার প্রক্রিয়াকে বলা হয় –
Ο ক) তাপজারণ
Ο খ) ভস্মীকরণ
Ο গ) বিগলন
Ο ঘ) ঘনকিরণ
 সঠিক উত্তর: (গ)

 ৮৭. বাংলাদেশে সাদা মাটির পাহাড় দেখা যায় কোথায়?
Ο ক) সিলেট
Ο খ) চট্টগ্রাম
Ο গ) মধুপুর
Ο ঘ) নেত্রকোণা
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৮. কোন ধাতু নিষ্কাশনে বাত্যাচুল্লি ব্যবহার করা হয়?
Ο ক) কপার
Ο খ) জিঙ্ক
Ο গ) লেড
Ο ঘ) লোহা
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৯. আয়রন নিষ্কাশনে ম্যাগনেটাইটের তড়িৎ বিশ্লেষণ করা হয় কারণ –
Ο ক) ম্যাগনেটাইট থেকে কার্বন বিজারণ দ্বারা Fe নিষ্কাশন করা হয়
Ο খ) তড়িৎ বিশ্লেষণে আয়রন প্রাপ্তির পরিমাণ কম
Ο গ) তড়িৎ বিশ্লেষণ অত্যন্ত ব্যয়বহুল
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (গ)

 ৯০. কোন গ্যাসটি বিষাক্ত?
Ο ক) বাষ্পীয় লেড অক্সাইড
Ο খ) হাইড্রোজেন
Ο গ) কার্বন ডাইঅক্সাইড
Ο ঘ) সালফার ডাইঅক্সাইড
 সঠিক উত্তর: (ঘ)

 ৯১. আগ্নেয় শিলা থেকে পাওয়া যায় –
Ο ক) মূল্যবান খনিজ
Ο খ) বেলে পাথর
Ο গ) সবগুলো
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (গ)

 ৯২. পানিতে সালফিউরিক এসিড যোগ করলে –
i. বিস্ফোরণ হবে
ii. প্রচন্ড তাপ উৎপাদিত হবে
iii. লঘু H2SO4 তৈরি হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৯৩. নিচের কোনটি মৌলিক এবং কঠিন খনিজ?
Ο ক) গন্ধক
Ο খ) পারদ
Ο গ) বক্সাইট
Ο ঘ) ম্যাগনেটাইট
 সঠিক উত্তর: (ক)

 ৯৪. কোন দেশের শিল্পায়নের মানদন্ড –
Ο ক) দেশের অবকাঠামো
Ο খ) G.D.P
Ο গ) মাথাপিছু আয়
Ο ঘ) H2SO4 উৎপাদন
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৫. শিখা পরীক্ষায় সোডিয়ামের উজ্জ্বল সোনালি হলুদ শিখা কোন কাচের ভিতর দেখা যায় না?
Ο ক) কোবাল্ট কাচ
Ο খ) নীল কোবাল্ট কাচ
Ο গ) যে কোন কাচ
Ο ঘ) এন্টিমনি কাচ
 সঠিক উত্তর: (খ)

 ৯৬. ভূ-ত্বকের প্রধান উপাদান মৌল দুটি –
Ο ক) Si, O
Ο খ) Al, O
Ο গ) Fe, O
Ο ঘ) Cu, O
 সঠিক উত্তর: (খ)

 ৯৭. আয়রনের জারিত অবস্থা কোনটি?
Ο ক) Fe2+
Ο খ) Fe3+
Ο গ) Fe
Ο ঘ) Fe2+ ও Fe3+
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৮. জিরকোনিয়াম পাওয়া যায় বাংলাদেশের –
Ο ক) সমুদ্রে
Ο খ) সমুদ্র তলদেশে
Ο গ) কক্সবাজারে
Ο ঘ) কক্সবাজারের সমুদ্র সৈকতে
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৯. পিঁয়াজে সালফারের --- যৌগ থাকে।
Ο ক) মিথাইল
Ο খ) ইথাইল
Ο গ) প্রোপাইল
Ο ঘ) বিউটাইল
 সঠিক উত্তর: (গ)

 ১০০. রাসায়নিক পদ্ধতিতে ঘনীভবন করা হয় কোন ধাতুর আকরিক?
Ο ক) Na
Ο খ) Fe
Ο গ) Al
Ο ঘ) Cr
 সঠিক উত্তর: (গ)