Recent Post
Loading...

রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত কতিপয় গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন।


০১. সালোক সংশ্লেষণ বিক্রিয়াটির জন্য কোনটি অপরিহার্য?
Ο ক) তাপমাত্রা
Ο খ) সূর্যালোক
Ο গ) উদ্ভিদের পাতা
Ο ঘ) প্রভাবক
 সঠিক উত্তর: (খ)

 ০২. শর্করা জাতীয় খাদ্য কোনটি?
Ο ক) স্টার্চ
Ο খ) কার্বন ডাই-অক্সাইড
Ο গ) মধু
Ο ঘ) খাবার লবণ
 সঠিক উত্তর: (ক)

 ০৩. জারকের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) অন্যকে জারিত করে
Ο খ) নিজে জারিত হয়
Ο গ) জারণ সংখ্যা হ্রাস পায়
Ο ঘ) ক ও খ উভয়ই
 সঠিক উত্তর: (ঘ)

 ০৪. বন্ধন এনথালপি-
i. হচ্ছে বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি
ii. এর সাহায্য বিক্রিয়ার এনথালপি নির্ণয় করা যায়
iii. এটি কখনো ঋণাত্মক হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ০৫. জারণ-বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে-
Ο ক) বিজারক
Ο খ) ধাতুসমূহ
Ο গ) জারক
Ο ঘ) যার ইলেকট্রন কম আছে
 সঠিক উত্তর: (গ)

 ০৬. নিচের কোনটি কাপড় কাচার সোডার সংকেত?
Ο ক) NaHCO3
Ο খ) Na2CO3
Ο গ) NaCI
Ο ঘ) NaOH
 সঠিক উত্তর: (খ)

 ০৭. নিচের কোনটিতে রাসায়নিক পরিবর্তন ঘটে?
Ο ক) বরফ পানিতে পরিণত করলে
Ο খ) মো গলে তরলে পরিণত হলে
Ο গ) চুনের সাথে পানি যোগ করলে
Ο ঘ) পানির সাথে বালি যোগ
 সঠিক উত্তর: (গ)

 ০৮. কোনটি ভৌত পরিবর্তন?
Ο ক) হাইড্রোজেন ও অক্সিজেনের সংযোগে পানি তৈরি
Ο খ) জলীয় বাষ্পকে খুব ঠান্ডা করে বরফ তৈরি
Ο গ) মোমবাতি জ্বালানো
Ο ঘ) লোহার মরিচা পড়া
 সঠিক উত্তর: (খ)

 ০৯. সালফারের দহন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
Ο ক) CO2
Ο খ) NO2
Ο গ) SO3
Ο ঘ) H2O
 সঠিক উত্তর: (গ)

 ১০. বিক্রিয়াটিতে A1 বলতে কি বুঝানো হয়েছে?
Ο ক) বিজারণ বিক্রিয়া
Ο খ) জারণ ক্রিয়া
Ο গ) প্রশমন ক্রিয়া
Ο ঘ) রিডক্স ক্রিয়া
 সঠিক উত্তর: (খ)  

 ১১. আয়রন বায়ুর জলীয় বাষ্পের সংস্পর্শে গঠিত যৌগ-
i. মরিচা নামে পরিচিত
ii. এর রাসায়নিক সংকেত FeO(OH)
iii. সৃষ্টির ফলে ধাতব আয়রন ক্ষয়প্রাপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২. প্লাস্টিক উৎপন্ন হয় কোন বিক্রিয়ার মাধ্যমে?
Ο ক) পলিমারকরণ বিক্রিয়া
Ο খ) সমাণুকরণ বিক্রিয়া
Ο গ) আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়া
Ο ঘ) পানিযোজন বিক্রিয়া
 সঠিক উত্তর: (ক)

 ১৩. 2F2 + 2H2O = 4HF + O2 বিক্রিয়াটি কোন ধরনের?
Ο ক) প্রশমন
Ο খ) বিশ্লেষণ
Ο গ) জারণ-বিজারণ
Ο ঘ) দহন
 সঠিক উত্তর: (গ)

 ১৪. কোন বিক্রিয়াটি সাম্যবস্থায় পৌছাতে পারে না?
Ο ক) একমুখী বিক্রিয়া
Ο খ) সম্মুখমুখী বিক্রিয়া
Ο গ) পশ্চাৎমুখী বিক্রিয়া
Ο ঘ) উভমুখী বিক্রিয়া
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫. ভৌত পরিবর্তনের বৈশিষ্ট্য হলো-
i. কোনো নতুন ধরনের বস্তু সৃষ্টি হয় না
ii. বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয় না
iii. বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬. CH2CI যৌগে-
i. কার্বনের জারণ সংখ্যা +২
ii. কার্বনের জারণ সংখ্যা -২
iii. ক্লোরিনের জারণ সংখ্যা -১
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৭. পোকর কামড়ের জ্বালা যন্ত্রণা নিবারণের জন্য ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) HCI
Ο খ) তেতুল
Ο গ) মধু
Ο ঘ) চিনি
 সঠিক উত্তর: (গ)

 ১৮. শ্বসন প্রক্রিয়ায় এক মোল গ্লুকোজ ভেঙে কয় মোল পানি উৎপন্ন হয়?
Ο ক) ১ মোল
Ο খ) ৪ মোল
Ο গ) ৬ মোল
Ο ঘ) ৮ মোল
 সঠিক উত্তর: (গ)

 ১৯. Na + O2→ Na2O বিক্রিয়াটি-
i. সংশ্লেষণ বিজারণ বিক্রিয়া
ii. জারণ বিজারণ বিক্রিয়া
iii. সংযোজন বিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২০. গ্যাসীয় বিক্রিয়ার সাম্যবস্থায় চাপ দ্বারা প্রভাবিত হয় কখন?
Ο ক) যখন বিক্রিয়ার উভয় পাশে মোল সংখ্যা সমান হয়
Ο খ) যখন বিক্রিয়ার তাপমাত্রা স্থির থাকে
Ο গ) যখন উভয় পাশে মোল সংখ্যা সমান হয় না
Ο ঘ) যখন প্রভাবক ব্যবহৃত হয়
 সঠিক উত্তর: (গ)

 ২১. মোমবাতি দহনে-
i. রাসায়নিক পরিবর্তন হয়
ii. সম্পূণই ভৌত পরিবর্তন হয়
iii. ভৌত পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২২. CH3-O-CH3 যৌগটি-
i. গ্যাসীয়
ii. স্ফুটনাঙ্ক-280C
iii. পানিতে দ্রবণীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩. রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে-
i. সম্পূর্ণ নতুন ধরনের এক বা একাধিক বস্তু সৃষ্টি হয়
ii. রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় না
iii. বস্তুকে পূর্বের অবস্থায় সহজে ফিরিয়ে আনা যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৪. পলিমারকরণ বিক্রিয়ার জন্য প্রয়োজন-
Ο ক) মনোমার
Ο খ) পলিমার
Ο গ) সমাণু
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ক)

 ২৫. মরিচা সৃষ্টির ফলে-
Ο ক) ধাতু ক্ষয় হয়
Ο খ) ধাতুর ক্ষয় রোধ হয়
Ο গ) ধাতু চকচকে হয়
Ο ঘ) ধাতু দীর্ঘদিন টিকে
 সঠিক উত্তর: (ক)

 ২৬. 25OC তাপমাত্রা তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ-
Ο ক) +57.34kJ/mole
Ο খ) -75.43kJ/mole
Ο গ) -57.34kJ/mole
Ο ঘ) +43.37kJ/mole
 সঠিক উত্তর: (গ)

 ২৭. তাপের শোষণ ও উদগীরণ অবশ্যই ঘটবে-
i. চিনি ও পানির বিক্রিয়ায়
ii. Fe, O2 ও H2O বিক্রিয়ায়
iii. 2H2 ও O2 বিক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৮. শর্করা জাতীয় খাদ্য হলো- i. ভাত ii. গ্লুকোজ iii. চিনি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯. টলেন বিকারকে কী যোগ করলে Ag এর অধঃক্ষেপ পড়ে?
Ο ক) অ্যালকোহল
Ο খ) প্রোটিন
Ο গ) অ্যালডিহাইড
Ο ঘ) ফ্যাটি এসিড
 সঠিক উত্তর: (গ)

 ৩০. লেবুর রসে কোন এসিড থাকে?
Ο ক) অ্যাসিটিক এসিড
Ο খ) ফরমিক এসিড
Ο গ) এসকরবিক এসিড
Ο ঘ) সাইট্রিক এসিড
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১. রাসায়নিক সাম্যাবস্থার পৌঁছাতে পারে কোন বিক্রিয়া?
Ο ক) একমুখী
Ο খ) উভমুখী বিক্রিয়া
Ο গ) সম্মুখ বিক্রিয়া
Ο ঘ) পশ্চাৎ বিক্রিয়া
 সঠিক উত্তর: (খ)

 ৩২. এ বিক্রিয়ার মাধ্যম হতে চাপ হ্রাস করলে কী ঘটে?
Ο ক) সাম্যাবস্থায় প্রভাব পরে না
Ο খ) সম্মুখ বিক্রিয়ার হার বৃদ্ধি পায়
Ο গ) পশ্চাৎ বিক্রিয়ার হার বৃদ্ধি পায়
Ο ঘ) তাপ উৎপন্ন হয়
 সঠিক উত্তর: (গ)

 ৩৩. এন্টাসিড কী ধর্মী?
Ο ক) অম্লধর্মী
Ο খ) লবণধর্মী
Ο গ) ক্ষারধর্মী
Ο ঘ) উভয়ধর্মী
 সঠিক উত্তর: (গ)

 ৩৪. একটি জারণ-বিজারণ বিক্রিয়ায় জারক পদার্থের ক্ষেত্রে কী ঘটে?
Ο ক) ইলেকট্রন গ্রহণ করে এটি জারিত হয়
Ο খ) ইলেকট্রন ত্যাগ করে এটি জারিত হয়
Ο গ) ইলেকট্রন গ্রহণ করে এটি বিজাড়িত হয়
Ο ঘ) ইলেকট্রন ত্যাগ করে এটি বিজাড়িত হয়
 সঠিক উত্তর: (গ)

 ৩৫. তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায় কারণ-
i. তাপমাত্রা এক প্রকার শক্তি
ii. তাপমাত্রা বিক্রিয়াকে উত্তপ্ত করে
iii. তাপমাত্রা বিক্রিয়ার অণুগুলোকে গতিশীল করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৬. বিক্রিয়ার হার কোনটির উপর নির্ভরশীল?
Ο ক) পাত্রের আয়তন
Ο খ) চাপ
Ο গ) পাত্রের আকার
Ο ঘ) সময়
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭. কোনটিতে রাসায়নিক পরিবর্তন ঘটে?
Ο ক) পানি ও চিনি দিয়ে শরবত তৈরি করা
Ο খ) চুনের সাথে পানি যোগ করা
Ο গ) মোম গলে তরলে পরিণত হয়
Ο ঘ) বরফকে তাপ দিয়ে পানিতে পরিণত করা
 সঠিক উত্তর: (খ)

 ৩৮. পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা-
Ο ক) ১
Ο খ) -১
Ο গ) ২
Ο ঘ) -২
 সঠিক উত্তর: (খ)

 ৩৯. শর্করা বলতে বুঝায়-
Ο ক) রুটি
Ο খ) ফ্যাট
Ο গ) প্রোটিন
Ο ঘ) খনিজ তেল
 সঠিক উত্তর: (ক)

 ৪০. ক্ষার ধাতুসমূহের জারণ সংখ্যা-
Ο ক) +১
Ο খ) +২
Ο গ) +৩
Ο ঘ) +০
 সঠিক উত্তর: (ক)

 ৪১. নিচের কোনটি উভমুখী বিক্রিয়া?
Ο ক) বন্ধ পাত্রে CaCO3 এর বিযোজন
Ο খ) খোলা পাত্রে ইথাইল অ্যাসিটেড এর আর্দ্র বিশ্লেষণ
Ο গ) NaCI দ্রবণে AgNO3 দ্রবণ যোগ
Ο ঘ) খোলা পাত্রে CaCO3 এর বিযোজন
 সঠিক উত্তর: (ক)

 ৪২. এসিড + ক্ষার→? + পানি, নিচের কোনটি হবে?
Ο ক) লবণ
Ο খ) ধাতুর অক্সাইড
Ο গ) জৈস এসিড
Ο ঘ) অ্যালকোহল
 সঠিক উত্তর: (ক)

 ৪৩. মোমবাতি জ্বলার সময় এর কিছু অংশ গলে যায়- এটি কোন ধরনের পরিবর্তন?
Ο ক) ভৌত পরিবর্তন
Ο খ) রাসায়নিক পরিবর্তন
Ο গ) তাপীয় পরিবর্তন
Ο ঘ) পরিমাণগত পরিবর্তন
 সঠিক উত্তর: (ক)

 ২৪৪. নিচের কোন বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর সাধারণত ঘটে না-
Ο ক) প্রশমন
Ο খ) সংযোজন
Ο গ) বিযোজন
Ο ঘ) দহন
 সঠিক উত্তর: (ক)

 ২৪৫. লোহার উপর বাদামী আস্তরণ এক ধরনের-
i. দানাদার কেলাস
ii. সোদক কেলাস
iii. পানিত্যাগী পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৬. পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা-
Ο ক) -১
Ο খ) -২
Ο গ) ০
Ο ঘ) +১
 সঠিক উত্তর: (ক)

 ২৪৭. H2SO4 + MgO→ বিক্রিয়ায়-
i. তাপ উৎপন্ন হয়
ii. ইলেকট্রন স্থানান্তর ঘটে
iii. অধঃক্ষেপ পড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৮. বর্ষাকালে অনেক সময় পুকুর বা খালের নিকটবর্তী কলাগাছ পানির সংস্পর্শে মারা যায়, কারণ-
i. কলাগাছে ক্ষারীয় উপাদান থাকে
ii. এসিড বৃষ্টির কারণ পানি অম্লীয় হয়
iii. ক্ষারীয় উপাদানের সাথে এসিড যুক্ত পানির প্রশমন বিক্রিয়া ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯. তাপ উৎপাদী বিক্রিয়ায় DH এর মান কত?
Ο ক) শূণ্য
Ο খ) ঋণাত্মক
Ο গ) ধনাত্মক
Ο ঘ) অসংগায়িত
 সঠিক উত্তর: (খ)

 ৫০. লোহাকে দীর্ঘদিন বাতাসে রেখে দিলে এর উপর লালচে বাদামী রঙের আস্তরণ পড়ে। এটি কোন ধরনের পরিবর্তন?
Ο ক) গ্যাসীয় পরিবর্তন
Ο খ) ভৌত পরিবর্তন
Ο গ) বিশুদ্ধ লোহার পরিণত হওয়া
Ο ঘ) রাসায়নিক পরিবর্তন
 সঠিক উত্তর: (ঘ)

 ৫১. কোন ধরনের বিক্রিয়া ক্ষেতে চাপের প্রভাব আছে?
Ο ক) বিক্রিয়ার উভয় দিকের গ্যাসীয় মোল সংখ্যা সমান
Ο খ) দ্রবণে সমসত্ত্ব বিক্রিয়া হলে
Ο গ) কঠিন অবস্থায় সমসত্ত্ব বিক্রিয়া হলে
Ο ঘ) গ্যাসীয় বিক্রিয়ার উভয় দিকে গ্যাসীয় যৌগসমূহের মোল সংখ্যা সমান না হলে
 সঠিক উত্তর: (ঘ)

 ৫২. মৌমাছি পোকার কামড়ে ক্ষত স্থানে বিষ প্রবেশ করে, তাতে কি থাকে?
Ο ক) ক্ষার
Ο খ) এসিড
Ο গ) লবণ
Ο ঘ) অ্যালকোহল
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. এ বিক্রিয়ার মাধ্যমে তাপ প্রয়োগ করলে কী ঘটে?
Ο ক) সম্মুখ বিক্রিয়ার হার বৃদ্ধি পায়
Ο খ) বিপরীত বিক্রিয়ার হার বৃদ্ধি পায়
Ο গ) সাম্যবস্থা পরিবর্তন হয় না
Ο ঘ) বিক্রিয়া সাম্যবস্থায় চলে আসে
 সঠিক উত্তর: (ক)

 ৫৪. নিচের কোনটি জারণ-বিজারণ বিক্রিয়া-
i. দহন
ii. প্রশমন
iii. প্রতিস্থাপন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. শ্বসন প্রক্রিয়ার উৎপাদ- i. H2O ii. CO2 iii. CO নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৫৬. বিজারণ বিক্রিয়ায় ঘটে-
Ο ক) ইলেকট্রন গ্রহণ
Ο খ) হাইড্রোজেনের সংযোজন
Ο গ) ধনাত্মক মৌলের সংযোজন
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. সকল প্রশমন বিক্রিয়া-
Ο ক) তাপোৎপাদী
Ο খ) তাপহারী
Ο গ) রিডক্স
Ο ঘ) দহন বিক্রিয়া
 সঠিক উত্তর: (ক)

 ৫৮. কোনটি ঋনাত্মক প্রভাবক?
Ο ক) Cu
Ο খ) অ্যালকোহল
Ο গ) MnO2
Ο ঘ) Fe
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে-
i. বিক্রিয়ার হার সক্রিয়ন শক্তির ব্যস্তানুপাতিক
ii. মৌলের বিক্রিয়া এক ধাপে ঘটে
iii. সার্বিক বিক্রিয়া একাধিক ধাপে ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬০. মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) পানি
Ο খ) এসিড
Ο গ) লবণ
Ο ঘ) মধু
 সঠিক উত্তর: (ঘ)

 ৬১. পরমাণুকে আয়নিক করলে যে পরিবর্তন হয়-
Ο ক) ইলেকট্রনের পরিবর্তন
Ο খ) নিউট্রনের পরিবর্তন
Ο গ) প্রোটনের পরিবর্তন
Ο ঘ) নিউক্লিয়াসের পরিবর্তন
 সঠিক উত্তর: (ক)

 ৬২. তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, কারণ-
Ο ক) বিক্রিয়ক অণুসমূহের গতিবেগ বৃদ্ধি পায়
Ο খ) উৎপাদ অণুসমূহের গতিবেগ বৃদ্ধি পায়
Ο গ) বিক্রিয়ক অণুসমূহের আকর্ষণ বৃদ্ধি পায়
Ο ঘ) বিক্রিয়ক অণুসমূহের গতিবেগ হ্রাস পায়
 সঠিক উত্তর: (ক)

 ৬৩. একটি ধাতুর উপর জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়াকে বলে-
Ο ক) গ্যালভানাইজিং
Ο খ) টিনপ্লোটিন
Ο গ) ভলকানাইজিং
Ο ঘ) ইলেকট্রোপ্লেটিং
 সঠিক উত্তর: (ক)

 ৬৪. বিক্রিয়ায় একক সময়ে উৎপন্ন উৎপাদের পরিমাণকে কী বলে?
Ο ক) বিক্রিয়া হার
Ο খ) বিক্রিয়ার সাম্যাবস্থা
Ο গ) বিক্রিয়ার গতিশীলতা
Ο ঘ) বিক্রিয়ার উভমুখিতা
 সঠিক উত্তর: (ক)

 ৬৫. রাসায়নিক বিক্রিয়ায় কোনটি অবশ্যই প্রয়োজনীয়?
Ο ক) তাপ
Ο খ) প্রভাবক
Ο গ) সংস্পর্শ
Ο ঘ) আলোক
 সঠিক উত্তর: (ক)

 ৬৬. কোন ধরনের বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে?
Ο ক) দহন বিক্রিয়া
Ο খ) পলিমারকরণ বিক্রিয়া
Ο গ) সমাণুকরণ বিক্রিয়া
Ο ঘ) প্রশমন বিক্রিয়া
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. কোনটি বিজারক?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) ক্লোরিন
Ο গ) ব্রোমিন
Ο ঘ) আয়োডিন
 সঠিক উত্তর: (ক)

 ৬৮. প্রতি কত তাপমাত্রায় বৃদ্ধিতে, বিক্রিয়ার গতি দ্বিগুণ হয়?
Ο ক) 10oC
Ο খ) 20oC
Ο গ) 30oC
Ο ঘ) 15oC
 সঠিক উত্তর: (ক)

 ৬৯. লোহার উপর বাদামী রং-এর আস্তরণটি এক ধরনের-
i. সোদক কেলাস
ii. দানাদার কঠিন পদার্থ
iii. আদানাদার কঠিন পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৭০. লোহার জিনিসকে মরিচার হাত থেকে রক্ষার জন্য গ্যালভানাইজিং এর কাজে কোন ধাতু ব্যবহার করা হয়?
Ο ক) AI
Ο খ) Zn
Ο গ) Cu
Ο ঘ) Pb
 সঠিক উত্তর: (খ)

 অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: একটি পাত্রে HCI দ্রবণ নেয়া হল এবং তাতে একটি লাল লিটমাস পেপার রাখা হল, এরপর এ দ্রবণে ফোটায় ফোটায় Na2CO3 দ্রবণ যোগ করা হল এবং লিটমাস পেপারের রং কিছু সময় পর হঠাৎ নীল হয়ে গেল।

 ৭১. প্রাথমিক অবস্থায় পাত্রের দ্রবণের pH এর মান কত?
Ο ক) ৭ এর বেশি
Ο খ) ১০ এর বেশি
Ο গ) ৭ এর কম
Ο ঘ) ০
 সঠিক উত্তর: (গ)

 ৭২. লিটমাস পেপারের রং নীল হয় কেন?
Ο ক) অম্লীয় মাধ্যমের কারণে
Ο খ) লবণ মাধ্যমের কারণে
Ο গ) পানির কারণে
Ο ঘ) ক্ষারীয় মাধ্যমের কারণে
 সঠিক উত্তর: (ঘ)