Recent Post
Loading...

অ্যামোনিয়াম ক্লোরাইডের এর রসায়ন।





অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে পানিতে দ্রবণীয় সাদা ক্রিস্টাল দানাদার জাতীয় অজৈব যৌগ। এর সংকেত হচ্ছে (NH4Cl) । অ্যামোনিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ অম্লীয়। Sal ammoniac হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রাকৃতিক ও খনিজ নাম। কয়লা উত্তোলিত গ্যাসগুলির সংশ্লেষণ থেকে কয়লার ডাম্প পোড়াতে খনিজটি সাধারণত গঠিত হয়। এটি কিছু আগ্নেয়গিরির ভেন্টের চারপাশে পাওয়া যায়। এটি প্রধানত কিছু ধরনের লিকারিসে সার এবং একটি সুস্বাদু এজেন্ট হিসাবে ব্যবহৃত হয়। এটি হাইড্রোক্লোরিক এসিড এবং অ্যামোনিয়া এর বিক্রিয়া থেকে উৎপন্ন হয়। এর Ph এর মান সাধারণত ৪.৬ থেকে ৬.০ এরমধ্যে হয়ে থাকে। 

NH4Cl এর IUPAC name :

Ammonium chloride

NH4Cl এর অন্যান্য নামগুলো হচ্ছে :

Sal ammoniac, Salmiac, Nushadir salt, Sal armagnac, Salt armoniack, Salmiak

প্রস্তুতি ও উৎপাদন :

এটি সোডিয়াম কার্বোনেট উৎপাদনের জন্য ব্যবহৃত সোভয়ে প্রক্রিয়াটির মাধ্যম।

CO2 + 2 NH3 + 2 NaCl + H2O → 2 NH4Cl + Na2CO3

বাণিজ্যিক ভিত্তিতে সাধারণত অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রনকে উত্তপ্ত করলে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়।

NH3 + HCl → NH4Cl

অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়াসমূহ :

NH4Cl → NH3 + HCl

NH4Cl + NaOH → NH3 + NaCl + H2O

2 NH4Cl + Na2CO3 → 2 NaCl + CO2 + H2O + 2 NH3

NH4Cl + H2O → NH4OH + HCl


বিঃদ্রঃ কোন ভুলত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেকোনো পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ রইলো।