0 comments

পর্যায় সারণির 118 টি মৌলের কাজ।

পর্যায় সারণির 118 টি মৌলের কাজ।1.হাইড্রোজেন (H) রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় ।2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় ।3.লিথিয়াম ( Li)ব্যাটারি তৈরিতে ব্যবহার হয় ।4.বেরিলিয়াম (Be)মহাকাশযান তৈরিতে ব্যবহার হয় ।5.বোরন (B) খেলার সামগ্রী তৈরিতে ব্যবহার হয় ।6.কার্বন (C)হীরা তৈরিতে ব্যবহার হয় ।7.নাইট্রোজেন ( N )সার তৈরিতে ব্যবহার হয় ।8.অক্সিজেন (O)নিঃশ্বাসের সময় আমরা ব্যবহার ...

0 comments

H2O বন্ধন কিভাবে?

O এর শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা ২। সে তার এই ২টি ইলেকট্রন দিয়ে খুব সহজেই H এর সাথে বন্ধন তৈরি করে। যা সমযোজী বন্ধন।অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা (৩.৪৪) হাইড্রোজেন (২.২) অপেক্ষা বেশি। তাই বন্ধনের ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে ঝুঁকে থাকে। ফলে অক্সিজেনে আংশিক ঋণাত্নকতা সৃষ্টি হয় এবং হাইড্রোজেনে আংশিক ধনাত্নকতা সৃষ্টি হয়। এভাবে একটি পোল তৈরি হয়।তাই H2O একটি পোলার সমযোজী যৌ ...

0 comments

কীভাবে পানির H2O কে ভেঙে অক্সিজেন ও হাইড্রজেন আলাদা পেতে পারি?

পানি ( H2o) অর্থাৎ পানির একটি অনুতে দুইটি ধনাত্মক হাইড্রোজেন পরমাণু এবং একটি ঋণাত্মক অক্সিজেন পরমাণু বিদ্যমান। এই দুটি মৌল পরস্পরের সাথে তড়িৎচুম্বকীয় বন্ধনে যুক্ত থাকে। এখন এই পানির মধ্যে তড়িৎচালক করলে পানির অনু ভেঙে যায়, সেখান থেকে বেরিয়ে আসে অক্সিজেন এবং হাইড্রোজেন।2H2O(l)=2H2(g)+O2(g)l= Liquide= তরলg=gas= বায়বীয়হাইড্রোজেন পরমাণু যেহেতু ধনাত্মক আয়ন হিসেবে পানির অনুতে ...

0 comments

বাতাসে নাইট্রোজেন-এর পরিমাণ বেশি হওয়া সত্ত্বেও শ্বাস-প্রশ্বাসে অক্সিজেন প্রবেশ করে কেন?

 আপনি দম নেয়ার সময় শুধু অক্সিজেন না, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড সহ সব ধরণের গ্যাসই গ্রহণ করেন। তবে আমাদের শরীর ওই বাতাস থেকে কেবল অক্সিজেনই শোষণ করে নেয় এবং নাইট্রোজেনের মতো বাকি অদরকারি গ্যাস বের করে দেয়। বাতাসে অক্সিজেনের অনুপাত প্রায় ২০% থাকে এবং নাইট্রোজেন মূলত অক্সিজেনের অনুপাত ঠিক রাখছে। নাইট্রোজেনের পরিমাণ কমে গেলে বেশি পরিমাণ অক্সিজেন আপনার শারীরিক সমস্যার তৈরি ...

0 comments

ক্লোরোপ্লাস্ট কাকে বলে?

সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। ১৮৮৩ সালে শিম্পার সর্বপ্রথম উদ্ভিদকোষে ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করেন। 'ক্লোরোপ্লাস্ট ' নামটিও তারই দেয়া। ক্লোরোপ্লাস্টে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকলেও ক্লোরোফিলের আধিক্যের কারনেই এর রং সবুজ হয়।সংখ্যা: উচ্চশ্রেণির উদ্ভিদকোষে সাধারণত ১০-৪০টি ক্লোরোপ্লাস্ট থাকে। এককোষী শৈবাল (যেমন-Chlorella, Chlamydomonas)- তে একটি ...

0 comments

Fecl2 ও Fecl3 এর মধ্যে কোনটি অধিক সমযোজী?

 FeCl3 অধিক সমযোজী । কারণ ফাজানের নীতি অনুসারে ক্যাটায়োনের চার্জ বাড়লে পোলারায়ন বৃদ্ধি পায় । আর পলারায়ণ বৃদ্ধি পাওয়া মানে হলো আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট বৃদ্ধি পাওয়া। । যেহেতু FeCl3 তে Fe এর চার্জ বেশি (+3) । তাই FeCl3 অধিক সমযোজী হবে ।পোলারায়নের মাধ্যমে এই বিষয়টি ব্যাখ্যা করা যায়।পোলারায়ন: কোনো একটি যৌগের অ্যানায়নের e মেঘ ক্যাটায়ন কর্তৃক নিজের দিকে টেনে নেওয়ার ...

0 comments

Na2SO4.10H2O-এর আণবিক ভর কত?

এটার রাসায়নিক নাম ডেকাহাইড্রেট সোডিয়াম সালফেট। সোডিয়ামের পারমাণবিক ভর ২৩,সালফারের ৩২,অক্সিজেনের ১৬ এবং হাইড্রোজেনের ১তাহলে যৌগটির আণবিক ভর = ২×২৩+৩২+৪×১৬+১০(১×২+১৬)= ১৪২+১০×১৮= ৩২২সোডিয়াম সালফেটের সাথে ১০ অনু পানি মিশ্রিত থাকলে তাকে বলা হয় গ্লুবার লবণ।Na2SO4.10H2O এর আনবিক ভর =(২৩×2)+(৩২×১)+(১৬×৪)+১০×{(১×2)+(১৬×১)}= ৪৬ + ৩২ + ৬৪ + (১০ × ১৮)= ৪৬ + ৩২ + ৬৪ + ১৮০= ৩ ...

2 comments

[Cu(NH3) 4] SO4 জটিল যৌগটি গঠনকালে প্রচলিত নিয়মে Cu2+ এর sp3 সংকরণ হওয়ার কথা ছিল। কিন্তু কেন sp2d সংকরণ হলো?

[Cu(NH3)4]SO4 একটি জটিল যৌগ, যার (Cu) Huggins তত্ত্ব অনুসারে sp2d সংকর অরবিটাল গঠনের ফলে কপার টেট্রা অ্যামিন কপার সালফেট লবণ গঠন করে। এটি রসায়নের একটি ব্যতিক্রম ধর্ম বলা যায়।তবে sp2d ও সর্বগ্রাহ্য নয়, দুই ধরণের দাবিরই কারণ ও ব্যাখ্যা রয়েছে এই যৌগটির সংকরীকরণ নিয়ে।এখানে, সম্পূর্ণ যৌগের আয়নিতরূপে, [Cu(NH3)4]+ আয়নের এর যোজনী 2+ এবং SO4- এর যোজনী 2- । এখন৷ [Cu(NH3)4]2+ এর কেন্দ্রীয় ...

0 comments

সমযোজী যৌগ কাকে বলে? CH4 এর সংকরণ কী?

সমযোজী যৌগ:দুইটি অধাতব মৌল নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে যৌগ গঠন করে তাকে সমযোজী যৌগ বলে। উদাহরনঃ H(2)O, CH(4), CO(2) ইত্যাদি।অধাতু: যা ইলেকট্রন গ্রহণ করে ।সমযোজী যৌগ: অধাতব পরমানু সমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগি করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য যে বন্ধন গঠন করে তাকে সমযোজী ...

0 comments

মাথার হালকা চুলকে ঘন করার উপায় কী?

চুল এর প্রধান উপাদান হলো কেরাটিন। ঘন আর সুন্দর চুল এর আকাংক্ষা সবার ই থাকে কিন্তু তার পাশাপাশি চুল ঝরে যাবার কথা টা ও খুব পরিচিত ছেলে মেয়ে উভয়ের কাছে। আমদের proti দিন যদি 100টি চুল পড়ে তাহলে তা স্বাভাবিক ধরে নেয়া যায় কিন্তু তার বেশি চুল পড়া মানে তা অস্বাভাবিক এর কাতারে দাঁড়ায়। আগে বলি চুল পড়ার ও পাতলা হবার কিছু কারণ সমূহ:*শরীরে আমিষ এর অভাবে চুল গজাতে পারে না ফলে চুল পাতলা হয়ে ...