Recent Post
Loading...

কীভাবে পানির H2O কে ভেঙে অক্সিজেন ও হাইড্রজেন আলাদা পেতে পারি?

পানি ( H2o) অর্থাৎ পানির একটি অনুতে দুইটি ধনাত্মক হাইড্রোজেন পরমাণু এবং একটি ঋণাত্মক অক্সিজেন পরমাণু বিদ্যমান। এই দুটি মৌল পরস্পরের সাথে তড়িৎচুম্বকীয় বন্ধনে যুক্ত থাকে। এখন এই পানির মধ্যে তড়িৎচালক করলে পানির অনু ভেঙে যায়, সেখান থেকে বেরিয়ে আসে অক্সিজেন এবং হাইড্রোজেন।

2H2O(l)=2H2(g)+O2(g)

l= Liquide= তরল

g=gas= বায়বীয়

হাইড্রোজেন পরমাণু যেহেতু ধনাত্মক আয়ন হিসেবে পানির অনুতে যুক্ত থাকে তাই যখন এর মধ্য দিয়ে তড়িৎ পরিচালনা করা হয় তখন এটা ঋণাত্মক ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়, আর অক্সিজেন পরমাণু ঋণাত্মক আয়ন হবার দরুন ধনাত্মক অ্যানোড কর্তিক আকৃষ্ট হয়।

এভাবে পানি থেকে ও হাইড্রোজেন আলাদা করা যায়।

0 comments:

Post a Comment