Recent Post
Loading...

বাতাসে নাইট্রোজেন-এর পরিমাণ বেশি হওয়া সত্ত্বেও শ্বাস-প্রশ্বাসে অক্সিজেন প্রবেশ করে কেন?

 

আপনি দম নেয়ার সময় শুধু অক্সিজেন না, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড সহ সব ধরণের গ্যাসই গ্রহণ করেন। তবে আমাদের শরীর ওই বাতাস থেকে কেবল অক্সিজেনই শোষণ করে নেয় এবং নাইট্রোজেনের মতো বাকি অদরকারি গ্যাস বের করে দেয়। বাতাসে অক্সিজেনের অনুপাত প্রায় ২০% থাকে এবং নাইট্রোজেন মূলত অক্সিজেনের অনুপাত ঠিক রাখছে। নাইট্রোজেনের পরিমাণ কমে গেলে বেশি পরিমাণ অক্সিজেন আপনার শারীরিক সমস্যার তৈরি করবে আর বেড়ে গেলে অক্সিজেনের স্বল্পতার জন্য মাথা ঘুরবে। মানে শ্বসনের জন্য নাক দিয়ে টেনে নেয়া মোট বাতাসের ২০% অক্সিজেন থাকলে সেটা আমাদের জন্য উপযোগী। নাইট্রোজেনের সাথে হিলিয়ামের মতো নিষ্ক্রিয় গ্যাস থাকলেও সমস্যা নেই।

0 comments:

Post a Comment