সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। ১৮৮৩ সালে শিম্পার সর্বপ্রথম উদ্ভিদকোষে ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করেন। 'ক্লোরোপ্লাস্ট ' নামটিও তারই দেয়া। ক্লোরোপ্লাস্টে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকলেও ক্লোরোফিলের আধিক্যের কারনেই এর রং সবুজ হয়।
সংখ্যা: উচ্চশ্রেণির উদ্ভিদকোষে সাধারণত ১০-৪০টি ক্লোরোপ্লাস্ট থাকে। এককোষী শৈবাল (যেমন-Chlorella, Chlamydomonas)- তে একটি ক্লোরোপ্লাস্ট থাকে।
আকার-আকৃতি: উচ্চশ্রেণির উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে সাধারণত উভউত্তল লেন্সের মতো এবং এদের ব্যাস ৩.৫ মাইক্রন। আদি প্লস্টিডগুলো গোলাকার, এদের ব্যাস ০.৫ মাইক্রন। ক্লোরোপ্লাস্ট সাধারণত লম্বায় কোষের চেয়ে ছোট হয়, তবে Spirogyra -এর ক্লোরোপ্লাস্ট সোজা অবস্থায় কোষের চেয়েও লম্বা। শৈবালের ক্লোরোপ্লাস্ট বিভিন্ন গঠনাকৃতি হতে পারে।
0 comments:
Post a Comment