বিভিন্ন পদে ১৮৩ জন কর্মী নেবে ওয়ালটন

চার ধরনের পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশি প্রতিষ্ঠান ওয়ালটন। পদগুলোতে ১৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনপত্র জমা এবং সাক্ষাৎকার প্রদানের সুযোগ থাকবে ৪ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
  • ইঞ্জিনিয়ার (লিফট মেইনটেন্যান্স)
পদটিতে নিয়োগ পাবেন তিনজন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


  • কুলিং টেকনিশিয়ান
এই পদে নিয়োগ পাবেন ৩০ জন। মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।
  • টেকনিশিয়ান (অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন)
৫০ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে। অষ্টম শ্রেণি পাস ও কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।
  • সহকারী টেকনিশিয়ান (অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন)
১০০ জন নিয়োগ পাবেন পদটিতে। অষ্টম শ্রেণি পাস ও কাজে আগ্রহী প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য বয়সসীমা সর্বোচ্চ ২৫ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় আবেদন করতে পারবেন। নিয়োগের জন্য সাক্ষাৎকার নেওয়া হবে প্রতি সোম ও বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। আবেদনপত্র জমা এবং সাক্ষাৎকার প্রদানের সুযোগ থাকবে ৪ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে ওয়ালটন প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :


0 comments:

Post a Comment