Recent Post
Loading...
সাউথইস্ট ব্যাংকের কলসেন্টারে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পূর্ব কাজের অভিজ্ঞতা নেই এমন প্রার্থীদের পদটিতে নিয়োগ দেওয়া হবে।
আবেদন করা যাবে ২০ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।


যোগ্যতা: ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীদের শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকতে পারবে না। এ ছাড়া প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে স্বতঃস্ফূর্তভাবে কথোপকথনে পারদর্শী এবং মাইক্রোসফট অফিস ও এক্সেলে দক্ষ হতে হবে। প্রার্থীদের বয়স ৩০ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা সাউথইস্ট ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২০ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন:

রাজধানী ঢাকার ব্রিটিশ কাউন্সিল অফিসের জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘ম্যানেজার, ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, লাইব্রেরিস আনলিমিটেড’ পদে এ নিয়োগ দেওয়া হবে। পদটিতে ১২ মাসের জন্য নিয়োগ দেওয়া হলেও পরে তিন বছর ছয় মাস পর্যন্ত চাকরি বর্ধিত করা হতে পারে।

২৭ সেপ্টেম্বর শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে ১১ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।


যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া আবেদনকারীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে, বিশেষ করে ফাইন্যান্সে ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের বিভিন্ন সরকারি অঙ্গসংস্থার সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীদের ইংরেজি ও বাংলা যোগাযোগে পারদর্শী হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্রসহ ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। 
২৭ সেপ্টেম্বর শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে ১১ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে ব্রিটিশ কাউন্সিল প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

ইন্টার্নশিপের সুযোগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হোটেল লা মেরিডিয়ান। প্রতিষ্ঠানটির হিউম্যান রিসার্চ ডিপার্টমেন্টে এ নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
আবেদন করা যাবে ৭ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।


যোগ্যতা: স্নাতক বা সমমান কোনো ডিগ্রির শেষ বর্ষে পড়াশোনা করেছেন এমন শিক্ষার্থীদের আবেদনের সুযোগ থাকবে। শিক্ষার্থীদের সিজিপিএ ন্যূনতম ৩.৩০ হতে হবে। আবেদনের জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের ইংরেজি যোগাযোগে পারদর্শী ও কম্পিউটারে দক্ষ হতে হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।  

আবেদন করা যাবে ৭ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম

ইলেকট্রনিকস কোম্পানি মাইওয়ান ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছয় ধরনের পদে ২৩০ জনকে নিয়োগ দেওয়া হবে।
সাক্ষাৎকার নেওয়া হবে ৩০ সেপ্টেম্বর এবং ১ ও ৭ অক্টোবর, ২০১৬ তারিখে।

  • ডিভিশনাল ম্যানেজার
পদটিতে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। মাস্টার্স বা এমবিএ পাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্নরা আবেদন করতে পারবেন। পদটিতে কমিশনসহ বেতন দেওয়া হবে ৪০ থেকে ৫০ হাজার টাকা।
  • ম্যানেজার শোরুম
পদটিতে নিয়োগ পাবেন ৫০ জন। মাস্টার্স, এমবিএ বা স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে কমিশনসহ বেতন দেওয়া হবে ২০ থেকে ২৫ হাজার টাকা।
  • মার্কেটিং অফিসার
১০০ জন নিয়োগ পাবেন এই পদে। মাস্টার্স, এমবিএ বা স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৫ থেকে ১৮ হাজার টাকা। এ ছাড়া থাকবে বিক্রয় কমিশন।
এসব পদ ছাড়াও টেকনিশিয়ান পদে ৫০ জন, সিকিউরিটি গার্ড পদে ১০ জন এবং ড্রাইভার পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত, দুই কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রসহ সাক্ষাৎকারের জন্য সরাসরি উপস্থিত থাকতে পারবেন বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায়। সাক্ষাৎকার নেওয়া হবে ৩০ সেপ্টেম্বর এবং ১ ও ৭ অক্টোবর, ২০১৬ তারিখে।
বিস্তারিত জানতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ২৬ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

অনভিজ্ঞ প্রার্থীদের জন্য সুযোগ নিয়ে এলো ব্যাংক এশিয়া। অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার পদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়োগ দেবে ব্যাংকটি। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :
আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর-২০১৬।


যোগ্যতা: ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, পদার্থবিদ্যা, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ইংরেজি, ইঞ্জিনিয়ারিং ও আইটি থেকে পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।তবে শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন করা যাবে না। আবেদনকারীদের বয়স ১৫ অক্টোবর-২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। এ ছাড়া কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

বেতন ও কর্মস্থল: প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও ভাতা দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।

আবেদন প্রক্রিয়া: জীবনবৃত্তান্ত ও এক কপি ছবিসহ পদটিতে আবেদন করা যাবে ব্যাংক এশিয়ার ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর-২০১৬।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী ২০১৭ ডিইও ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞাপন অনুযায়ী সশস্ত্র এ বাহিনীর বিভিন্ন শাখায় নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তির পর সরাসরি অ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট বা অ্যাক্টিং ইনস্ট্রাক্টর সাব-লেফটেন্যান্ট পদে কাজ করতে পারবেন প্রার্থীরা। এ ব্যাচে ভর্তির জন্য আগ্রহী হলে ২৫ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। সে হিসেবে আবেদনের সুযোগ থাকছে আর মাত্র সাত দিন। তাই এখনো আবেদন না করে থাকলে দেখে নিতে পারেন বিস্তারিত :

আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর-২০১৬ তারিখ পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা: মোট পাঁচ ধরনের শাখায় কমিশনড অফিসার নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী ভলান্টিয়ার রিজার্ভ কমিশন এক্সিকিউটিভ শাখা (পুরুষ), ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা (পুরুষ ও মহিলা), শিক্ষা শাখা বিবিএ/এমবিএ (পুরুষ ও মহিলা), শিক্ষা শাখা (পুরুষ ও মহিলা) ও শিক্ষা শাখা মেডিকেল (পুরুষ)। বিজ্ঞাপনে উল্লেখিত বিষয়গুলো থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এসব শাখায়।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের বয়স আগামী ১ জানুয়ারি-২০১৭ তারিখে অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। নৌবাহিনী ভলান্টিয়ার রিজার্ভ কমিশন এক্সিকিউটিভ শাখা ও শিক্ষা শাখা মেডিকেল শাখায় শুধু অবিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা, শিক্ষা শাখা বিবিএ/ এমবিএ ও শিক্ষা শাখায় বিবাহিত ও অবিবাহিতরা আবেদন করতে পারবেন। তবে ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখায় পুরুষদের অবিবাহিত হতে হবে।

বেতন ও ভাতা: নিয়োগপ্রাপ্তরা সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা পাবেন। এ ছাড়া থাকবে বিদেশে প্রশিক্ষণ, জাতিসংঘ মিশনসহ অন্যান্য সুবিধা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লিখিত পদ্ধতিতে ৭০০ টাকা আবেদন ফি জমাদানপূর্বক বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট (www.joinnavy.mil.bd বা www.navy.mil.bd) ঠিকানায় আবেদন করতে পারবেন।

আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর-২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে নৌবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডেপুটি প্রোগ্রাম অফিসার পদে এ নিয়োগ দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ ১ অক্টোবর, ২০১৬।


যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে গ্রাম উন্নয়ন ও কৃষি-সংশ্লিষ্ট বিষয় থেকে পাস প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। সঙ্গে গ্রাম উন্নয়ন ও কৃষি-সংশ্লিষ্ট কাজে বা এ-সংক্রান্ত প্রতিষ্ঠানে ন্যূনতম দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের কম্পিউটারে দক্ষ ইংরেজিতে পারদর্শী হতে হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়স ২৫ থেকে ৩৫ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১ অক্টোবর, ২০১৬।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :


‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, ক্যাশ এরিয়া’ পদে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। দেখে নিন পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :

আবেদন করা যাবে ২৪ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

যোগ্যতা: বিবিএ, অর্থনীতি বা ব্যবসায় শিক্ষা থেকে স্নাতক অথবা এমবিএম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। তবে প্রার্থীদের ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে।

কর্মস্থল ও বেতন: প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বেতন পাবেন ১৮ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন করা যাবে ২৪ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম
বিমানসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিঙ্গাপুর এয়ারলাইন্স রিজার্ভেশন ও টিকেটিং এজেন্ট পদে জনবল নিয়োগ দিচ্ছে। পূর্ব কাজের অভিজ্ঞতা ছাড়াই এই পদে আবেদন করা যাবে।

আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।


যোগ্যতা : স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ব্যবসায়, অর্থনীতি ও হিসাববিজ্ঞান থেকে পাস প্রার্থীরা প্রাধান্য পাবেন। পদটিতে আবেদনের জন্য কোনো পূর্ব কাজের অভিজ্ঞতা লাগবে না। এ ছাড়া সদ্য পাস করেছেন এমন প্রার্থীও আবেদন করতে পারবেন পদটিতে। পাশাপাশি আবেদনকারীদের ইংরেজিতে পারদর্শিতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

কর্মস্থল ও বেতন: প্রার্থীদের আকর্ষণীয় বেতনসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকার গুলশান-২ এলাকায়।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আইটি-সংক্রান্ত পদে বেসামরিক ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান পদে অস্থায়ী এবং ডেপুটেশনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দক্ষ ও অভিজ্ঞ বেসামরিক পুরুষ প্রার্থীদের মধ্য থেকে এ নিয়োগ দেওয়া হবে। চার বছর মেয়াদকালের এ চাকরির কর্মস্থল হবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে।

আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।


বিজ্ঞাপন অনুযায়ী বেশকিছু পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে প্রোগ্রামার পদে দুজন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার পদে একজন, ইউজার ইনটারফেস ডেভেলপার পদে দুজন, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার পদে চারজন, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদে একজন, গ্রাফিক ডিজাইনার পদে দুজন, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্স পদে একজন, মাইক্রোসফট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে দুজন, এন্টারপ্রাইজ সিস্টেম আর্কিটেক্ট পদে দুজন, আইটি সিকিউরিটি অ্যানালিস্ট পদে একজন, টেকনিক্যাল রাইটার পদে দুজন, আইটি অ্যাপলিকেশন সাপোর্ট স্পেশালিস্ট পদে দুজন, আইটি সার্ভিস ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পদে একজন, সান সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে দুজন, আইবিএম টাইভলি বা ম্যাক্সিমো অ্যাসেট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পদে তিনজন, আইটি সিকিউরিটি অ্যানালিস্ট পদে একজন, টেকনিক্যাল সিকিউরিটি অ্যানালিস্ট পদে একজন এবং ডাটা সেন্টার অপারেটর পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে।
প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতকসহ দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া আবেদনের জন্য বয়স ২৪ থেকে ৪০ বছর এবং উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট সাত ইঞ্চি হতে হবে।
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজ ও ৫০০ টাকা ফি-সহ আবেদন করতে পারবেন বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায়। আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে ইনডিপেনডেন্ট পত্রিকায় ২০ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :


আবুল খায়ের গ্রুপের কনজুমার গুডস বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞাপন অনুযায়ী ঢাকার অভ্যন্তরে অফিসার বা সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে।

আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।


যোগ্যতা: পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে মার্কেটিং বা ব্যবসায় সংক্রান্ত বিষয় থেকে পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি প্রার্থীদের ব্র্যান্ড ম্যানেজমেন্টে চার থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত, রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে পারবেন ‘মানবসম্পদ বিভাগ, আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড, ডিটি রোড, পাহাড়তলী, চট্টগ্রাম’ ঠিকানায়। এ ছাড়া ইমেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠানো যাবে opportunity@abulkhairgroup.com ঠিকানায়। 

আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত

প্রার্থীরা প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন ০১৭১৩-১০৫৮৫৮ নম্বরে।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।

প্রোডাক্ট মার্কেটিং অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স। পদটিতে মোট ছয়টি স্তরে নিয়োগ দেওয়া হবে। প্রথম স্তরে আবেদন করা যাবে অভিজ্ঞতা ছাড়াই।

আবেদন করা যাবে ১৫ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত


যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বয়স অনূর্ধ্ব-৩৫ বছর হতে হবে। পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল ও বেতন: নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল বাংলাদেশের যেকোনো জেলায় হতে পারে। পদটিতে বিভিন্ন সুযোগ-সুবিধাসহ সর্বোচ্চ বেতন দেওয়া হবে ২০ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে পারবেন career@lankabangla.com ই-মেইল ঠিকানায়। এ ছাড়া ‘হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, সফুরা টাওয়ার, লেভেল-১১, কামাল আতাতুর্ক সরণি, বনানী, ঢাকা-১২১৩’ ঠিকানায় সরাসরি আবেদনপত্র পাঠানো যাবে।  

আবেদন করা যাবে ১৫ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :


শোরুমে ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল। দেশের বিভিন্ন স্থানে ১০ জনকে এ পদে নিয়োগ দেওয়া হবে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :

আবেদন করা যাবে ২২ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।


যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের যোগাযোগ ও মাইক্রোসফট অফিসে দক্ষ হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২২ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম
বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে সাব ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত-
আবেদন করা যাবে ২০ অক্টোবর ২০১৬ তারিখ পর্যন্ত

  • সাব ইন্সপেক্টর :
পদটিতে নিয়োগ দেওয়া হবে চার জন।ব্যাচলর ডিগ্রি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদটিতে বেতন দেওয়া হবে দশ হাজার ২০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।
  • অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর :
পদটিতে নিয়োগ পাবেন চার জন। এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।তবে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদটিতে বেতন দেওয়া হবে ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
উভয় পদে শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। তবে উপজাতী কোটায় পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট তিনইঞ্চি হতে পারবে। এছাড়া প্রার্থীদের জন্য নির্ধারিত ওজন ৫০ কেজি।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত উপায়ে ১০০ টাকা ফি-সহ আবেদন করতে পারবেন।আবেদন করা যাবে ২০ অক্টোবর ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বাংলাদেশ রেলওয়ে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন-


জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে চুক্তিভিত্তিতে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেওয়া হবে। পদটিতে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।

আবেদন করা যাবে ৫ অক্টোবর-২০১৬ তারিখ পর্যন্ত।


যোগ্যতা: সিএসই বা আইটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না।

আবেদন প্রক্রিয়া: পদটিতে কাজ করতে আগ্রহী হলে জীবনবৃত্তান্ত ও ছবি পাঠানো যাবে info@eblsecurities.comurmee@eblsecurities.com ই-মেইল ঠিকানায়। এ ছাড়া জীবনবৃত্তান্ত পাঠানো যাবে ‘ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, ৫৯ মতিঝিল বাণিজ্যিক এলাকা, প্রথম ফ্লোর, ঢাকা-১০০০’ ঠিকানায়। আবেদন করা যাবে ৫ অক্টোবর-২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে ইস্টার্ন ব্যাংক লিমিটেড প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘আর্কিটেকচার অ্যান্ড সলিউশনস লিড সিনিয়র স্পেশালিস্ট’ পদে নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর-২০১৬।


যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পড়ছেন এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের প্রোগ্রামিং, স্থাপত্য ও ব্যবসায় ইন্টিগ্রেশনের ওপরে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে প্রার্থীদের বৃহৎ উপাত্ত-সংক্রান্ত কাজে দুই বছরের অভিজ্ঞতাসহ চার বছর নেতৃত্বস্থানীয় কাজে অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের অবশ্যই স্বতঃপ্রণোদিত, বিশ্লেষণধর্মী ও সৃজনশীল হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা গ্রামীণফোনের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর-২০১৬।

বিস্তারিত জানতে গ্রামীণফোন প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :




মুক্তিযোদ্ধা কোটায় চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞাপন অনুযায়ী ব্যাংকটির সহকারী পরিচালক (প্রকৌশল-যান্ত্রিক) পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য দেখে নিন বিস্তারিত :
যোগ্যতা
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। শিক্ষাক্ষেত্রে ন্যূনতম দুটি প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন না করার আহ্বান জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে সমমান সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।
বয়স
মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স ৩১ আগস্ট, ২০১৬ তারিখে অনূর্ধ্ব-৩২ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর।
বেতন
নিয়োগপ্রাপ্ত অফিসার বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। এ ছাড়া থাকবে ভাতা ও অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ২৫ সেপ্টেম্বর-২০১৬ তারিখ পর্যন্ত পদটিতে আবেদন করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের জন্য কোনো আবেদন ফি জমা দেওয়া লাগবে না।
বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালেরে অনার্স ২য় বর্ষ (বিশেষ) পরীক্ষার সময়সূচি



এক্সিম ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

 

এক্সিম ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

Transcom Beverages Limited, the franchisee of Pepsico Inc. U.S.A. for Bangladesh is looking for dynamic and competent technical professionals to fill the following positions. The Company provides competitive remuneration package, excellent job environment for career growth and practices a performance culture where talent and creativity are recognized and rewarded.

Customer Executive/ Trainee Customer Executive
Qualification:
  • Minimum Graduate from any Discipline.
  • Experience from FMCG industry will be an added advantage.
Candidate Profile:
  • Extensively field oriented and capable to lead 20-25 distributor’s sales representatives
  • Target oriented & able to work under pressure
  • Ready to take the challenge & work anywhere in Bangladesh
  • Proficiency in English & Bangla (both spoken & written) are required; computer literacy is mandatory
  • Age limit is 25 years; it may consider in case of experienced candidates
  • Fresher are encouraged to apply
Salary: Negotiable
Other Benefits: Contributory Provident Fund, gratuity, festival bonus, group insurance, etc.
Candidates who will qualify in the written exam will be called for an interview
Apply Instructions: If you think you are the right person, please apply with a complete resume along with two recent passport size color photographs addressing to General Manager, Human Resources, Transcom Beverages Limited,  Gulshan Tower (10th Floor), Plot # 31, Road # 53, Gulshan North C/A, Dhaka-1212 by September 20, 2016.  Please mention the position applied for on the top of the envelope.
You may also email your resume to jobs@tbl.transcombd.com





জনবল নিয়োগ দেবে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ। অনলাইনে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী রাজধানী ঢাকায় এ নিয়োগ দেওয়া হবে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :


যোগ্যতা
 
প্রার্থীদের ব্যবস্থাপনা এবং ফ্লাইট হ্যান্ডলিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া আবেদনকারীদের জনবল ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। পাশাপাশি কাস্টমার সার্ভিস বা এয়ারপোর্টে ব্যবস্থাপনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
 
আগ্রহী প্রার্থীরা ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের ওয়েবসাইট (bit.ly/2czqByF) বা লিংকডইন ডটকমের মাধ্যমে পদটিতে আবেদন করতে পারবেন।


বাংলাদেশ সিভিল সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড কেনেডি স্কুলের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও হার্ভার্ড কেনেডি স্কুলের পক্ষে স্কুলের সিনিয়র অ্যাসোসিয়েট ডিন ডেবরা ইলস।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, এই চুক্তির আওতায় ২০১৬-১৭ অর্থবছরে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা হার্ভার্ড কেনেডি স্কুলে প্রশিক্ষণের সুযোগ পাবেন। উল্লেখ্য, গত বছর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে হার্ভার্ড কেনেডি স্কুলের সঙ্গে এ সমঝোতা চুক্তি সই হয়েছে।

বিশ্ববিখ্যাত কম্পিউটার ও কম্পিউটার হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ‘ডেল’ বাংলাদেশে জনবল নিয়োগ দেবে। চ্যানেল অ্যাকাউন্ট ম্যানেজার পদে এ জনবল সংগ্রহ করা হবে। স্বনামধন্য এ প্রতিষ্ঠানে আবেদন করতে দেখে নিন বিস্তারিত :

যোগ্যতা
 
আইটি ডাইরেক্ট সেলস বা চ্যানেল সেলসে আট বছরের অধিক অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে পদটিতে। এ ছাড়া দক্ষিণ এশিয়ার ভার্চুয়াল বাজার ও এ-সংশ্লিষ্ট এক্সিকিউটিভদের সম্পর্কে ধারণা থাকতে হবে। আবেদনকারীদের মাইক্রোসফট, কিটরিক্স ও ভিএমওয়্যার ভার্চুয়াল সলিউশনে উন্নত ধারণা থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের ব্যবস্থাপনা, বিক্রয় দূরদর্শিতাসহ ভিন্নমুখী ক্ষেত্রে দক্ষ হতে হবে।

আবেদন প্রক্রিয়া
 
পদটিতে কাজ করতে আগ্রহী প্রার্থীরা ডেলের ওয়েবসাইটের (http://bit.ly/2bqtv9H) মাধ্যমে আবেদন করতে পারবেন।
Omera Petroleum Limited (OPL), a subsidiary of MJL Bangladesh Limited is a safety, health & environment compliant organization incorporated as a joint venture company in the downstream Petroleum Industry of Bangladesh in partnership with BB Energy (Asia) Pvt. Ltd &NederlandseFinancieringsMaatschappijvoorOntwikkelingslanden N.V. (“FMO”). This company has set up state–of–the-art LPG Import, Storage, Bottling and Distribution Terminals in different locations of the Country. The Main Terminal is located at Mongla and three Satellite Stations are located at Bogra (Sherpur), Narsingdi (Ghorashal) and Chittagong (Mirsarai) respectively.

The company is now looking for an experienced, energetic, smart and self-motivatedindividual for immediate appointment to fulfill the following position:

Job Title: Sub-Assistant Engineer 
Vacancy: 01
Job Responsibilities:
  • To assist Ghorashal plant Operations & Maintenance
  • To assist all the industrial sales technical part from Plant/HQ
  • To actively participate in projects of the company like Auto gas, Bulk Installations, Cylinder Headers etc.
Educational & Experience Requirements
  • Diploma Engineer (Mechanical / BIMT) from a reputed Public or Private Polytechnic Institute of Home or Abroad
  • Experience on Installation, Erection, Commissioning will be mandatory. LPG/CNG sector experience will be preferred.
Job Location:  Anywhere in Bangladesh as per company requirement.
Job Title: Sub-Assistant Engineer (Barge)
Vacancy: 01
Job Responsibilities:
  • Full time construction supervision & monitoring of Barge in Radiant Shipyard Limited
  • Daily Reporting to AM(Mechanical) of HQ on mechanical, electrical or technical etc. issues.  Can be a part of Barge technical Team in future
Educational & Experience Requirements
  • Diploma Engineer (Mechanical / BIMT) from a reputed Public or Private Polytechnic Institute of Home or Abroad
  • Shipyard experience is mandatory
Job Location : Anywhere in Bangladesh as per company requirement
The challenge and expectation are demanding while rewards are attractive. If you possess the requisite educational qualification, skills and experience, we invite you to apply by September 25, 2016.
”LPG Industry is the fastest growing industry from 2016 and beyond. Therefore, this is an excellent opportunity to fast track your career with the fastest growing industry.”
Only short listed candidate will be contacted for interview .Selection will be made purely on Merit Basis.
Omera Petroleum Limited is an Equal Employment Opportunity Employer.

Centro Tex Limited, the fast growing and leading apparel sourcing company in Bangladesh. We are sourcing apparels and fashion accessories for our buyers across the world. The entire collection of mid to high quality fashion items are made for men, women, kids, babies.

To support its continuous business growth, Centro Tex is currently looking for ambitious, smart, goal-oriented, proactive and enthusiastic individuals for the following position:




Quality Controller/ Senior Quality Controller



Job Location: Dhaka
Job Nature: Full time Job
Key Responsibilities:
  • Carry out all buyer instructions and procedures.
  • Take part in pre-production meeting with the factory and merchandiser before the beginning of production
  • Ensure production size set is according to buyer requirements.
  • Perform weekly measurement report checks.
  • Verification of quality formats & performing cross audit.
  • Conduct day final, pre-final and final inspection (Mandatory for GM) and provide necessary guidance as required.
  • Follow up with any factory compliance issues to meet buyer requirements.
  • Timely submit of daily/weekly/monthly report.
  • Check shipment schedule and coordinate with factory to ensure we are able to meet the specified delivery date.
  • Provide necessary guidance to subordinates/juniors to help them improve
  • Follow QC check list and provide necessary guidance.
  • Perform any other tasks assigned by management.
  • Appropriately delegate duties among subordinates/ juniors and keep superiors updated about their activities.
  • Maintain direct contact with factory management.
  • Provide authorization to start production after consulting with juniors.
  • Perform final inspection on production as necessary.
Key Requirement:
  • Minimum 8 years of experience in this field.
  • Graduation from any reputed education institute.
  • Should have required number of knowledge in this field.
  • Computer literacy: Should be able to work in Microsoft office.
  • Well-mannered with positive attitude and strong communication skill on speaking, reading and writing in both English and Bangla.
  • Ability to perform target oriented job.
Salary & Other Benefits:
  • Monthly Gross Salary: Negotiable based on experience and qualification.
  • Other Benefits: As per policy of the organization (i.e. festival bonus, performance bonus, provident fund, Complementary lunch, Health and Medical Insurance etc.)

If you think, you are the right person we are looking for, than please submit your Résumé with cover letter addressing to Head of Human Resources, Centro Tex Limited, House # 09, Road # 20, Sector#03, Uttara Dhaka. Candidates may also email their Résumé at: info@centro.com.bd
Application Deadline: September 17, 2016

Expression of Interest (EOI)
For Hiring Consultant / Firm for conducting 05 days capacity building session on ‘Advocacy and Influencing in Humanitarian Response’
Shifting the Power Project is a consortium project of Action Aid, CAFOD, Christian Aid, Tearfund, Concern and Oxfam that aims to support local actors to take their place alongside international actors in order to create a balanced humanitarian system.
It will strengthen local and national organizational capacity for decision making and leadership in humanitarian response, support local organizations, to have greater representation, voice and recognition in relevant networks and platforms, and at the same time influence international organizations, to promote the role of local and national actors.
The project is a START Network project supported by the United Kingdom’s Department for International Development (DFID) through the visionary Disasters Emergency Preparedness Programme (DEPP).
Shifting the Power is going to hire a consultant individual/ organization conduct a 05 days training session on “Advocacy and Influence in Humanitarian Response ” to strengthen the capacity of local NGO partner staff to advocate with local and national level stakeholders  in context of humanitarian response.
For details, please find the attached ToR.
Interested Individual/organization are requested to submit a technical & a financial proposal (separately) as soft copy (PDF Version) addressing S.M. Sirajul Islam, Program Coordinator, Association of Voluntary Actions for Society (AVAS), AVAS Bhaban, Amirkutir Lane, Alekanda, Barisal -8200 at avas.siraj@gmail.com (with a CC tormonir@christian-aid.org ) by 18 September 2016, before 17:00 hours of Bangladesh time.
ActionAid Bangladesh is looking for suitable candidate for the following position: Bangladesh
Associate Programme Officer – BFI Project
Project:Bangladesh Firestarter Initiative (BFI) Project
Strategic Priority:Youth
Directorate:Programme, Policy & Campaigns
Location of Posting:Rajshahi
Types of Contract:Contract
Duration of Contract:Initially for one year with possibility of extension.
Number of position:2
Salary and benefits:Monthly Gross Salary will be TK. 35,700/- with other admissible benefits such as festival bonus, provident fund, gratuity, medical benefit, group life insurance etc.
Summary of the Project
The Bangladesh Firestarter Initiative (BFI) Project is a reactive and open small grants scheme funded by the Queens Young Leaders Programme and implemented by ActionAid Bangladesh. It targets emerging and innovative youth-led organisations/clubs leading advocacy projects, especially those led by disadvantaged young people, especially young women, girls and minority communities outside of Dhaka. The project will build the capacity of youth driven organisations/clubs, provide peer to peer learning and sharing opportunities, mentorship and coaching. The project will also establish linkages with the wider youth sector and potential donors in the development of more sustainable and impaction social action strategies. The project will annually disburse funds through an open, transparent and competitive process in selected divisions over four years.
ActionAid Bangladesh (AAB) has been working for over 30 years in partnership with local organisations and networks in some of the poorest and most marginalised communities across the country. The organisation’s strategy paper prioritises its engagement with adolescents and youth across all programme, campaigns and policy work. AAB is also a member of the wider ActionAid Federation consisting of 45 countries and provides strategic contributor to shaping the youth engagement.
The Project Manager (PM) will be responsible for the overall implementation and management of the project. The Associate Officer will primarily be responsible for supporting partner organisations in the implementation of project activities. S/he will also be responsible for ensuring partner organisations adhere to project reporting standards and other compliance requirements as well as document best practices and/or lessons learnt. The incumbent will, as required, work across AAB’s strategic priorities and ensure that data is fed into donor reports, knowledge products, websites and social media so that results of the project are well communicated.
The position will be based in project locations (i.e. in the divisional cities covering targeted project partners). Under the direct supervision of the Project Manager (PM), the Associate Officer will undertake the following responsibilities and tasks but keeping in mind s/he should be flexible and able to adapt to the changing context and perform tasks as necessary related to the project.
Key responsibilities include (not limited to)
Project Implementation
  •  Support Project Manager to organize and operationalise capacity development and workshop initiatives intended for project partners;
  • Support partner organisations to implement project activities as outlined in their specific grant applications;
  • Support partner organisations to use relevant data collection tools and store data accurately and securely;
  • Support partner organisations to use narrative and financial reporting formats, maintenance of processes in line with specific project agreements;
  • Facilitate the establishment of linkages between partner organisations and/or other relevant stakeholders in the community e.g. local government authorities, I/NGOs, local businesses, media, civil societies etc.; and
  • Assist in organising local and national sharing meetings.
Reporting and Documentation
  • Regularly update project activities and financial information to the Project Officers for  Monitoring and Reporting, and Finance;
  • Support partner organisations to prepare monthly/six-monthly progress reports;
  • Undertake regular field visits for the purposes of data collection, stories of change and lessons learnt based on the activities of partners;
  • Support the development of knowledge products and documentary on youth innovation together with the project staff and other stakeholders; and
  • Support documentation of lessons learnt and key changes for the project.
Link to the wider Activista Network of Bangladesh
  • Support expansion of the Activista Bangladesh National Network in project locations;
  • Inspire and facilitate regular interactions and joint initiatives by project partners and youth groups of programme partners when applicable; and
  • Any other related tasks.
Relationships
S/he will report Project Manager – Bangladesh Firestarter Initiative (BFI) Project
Required Educational Qualification and Experience
  • A university degree, preferably a graduate degree in relevant subject areas (i.e. social sciences, development studies, economics or a related disciple).
  • At least 2 years or more of experience in promoting youth leadership, participation, advocacy and lobbying and project action implementation;
  • Past experience in supporting project implementation in the field and civic engagement with organisations will be viewed favourably;
  • Hands on experience in  the youth sector, advocacy, capacity development, small grants management or related fields;
Required Competencies
  • Demonstrated competence skills in report writing, documentation and record keeping;
  • Proficiency in communicating in both Bangla and English including written skills;
  •  Team player with strong experience in multi-cultural and multi-ethnic environments;
  • Past experience in project management, finance, monitoring and evaluation is an advantage;
  • Ability to work under extreme pressure, meet deadlines and travel in the field over extended periods of time;  and
  • Excellent knowledge and use of MS Office (i.e. Excel, Access) internet, social media and software packages.
Application instructions
Only those who meet the above requirements are requested to apply following these instructions:
  • Last date of application is Saturday, September 24, 2016.
  • Please click here to submit your application. (if you find any disruption to submit your application, please write your concern toaab.jobs@actionaid.org, please don’t send your CV through e-mail)

ActionAid aims to attract and select a diverse workforce with skills and capabilities to fulfil requirements.
Any personal persuasion/phone-call will result in disqualification of candidature.



চাকরির সুযোগ দিচ্ছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) এ নিয়োগ দেওয়া হবে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :

যোগ্যতা

স্নাতকোত্তর ও এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। তবে ব্যবসায় ও বিজ্ঞান থেকে পাস প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া আবেদনকারীদের শূন্য থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদন করতে পারবেন ২৫ থেকে ৩৫ বছর বয়সী পুরুষ প্রার্থীরা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ONLINE APPLY মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
Kazi IT Center is a North American owned and operated company with its headquarters 60 miles outside of Los Angeles, California and business is Call Center, Web Development, and Outsource Business Process. Our motto is to make the lives of people better through the use of modern technology all over the world. KITC is running a project named Bangladesh High Tech Park under the ICT Ministry.
Position Name: Management Trainee Officer – Operations (Night Shift)
No. of Vacancies: 05
Job Description / Responsibility
  • Kazi IT is a global leader in consulting, technology, outsourcing and next-generation services. We enable clients to stay a step ahead of emerging business trends and outperform the competition. We help them transform and thrive in a changing world by co-creating breakthrough solutions that combine strategic insights and execution excellence.
  • Visit www.facebook.com/kaziitbd to see how Kazi IT employees, is helping enterprises renew themselves while also creating new avenues to generate value.
  • Primary job responsibility will be to deliver an error free quality product aligned with the process.
  • Able to communicate with each client in a professional manner.
  • Directly aligned with the clients through leadership and content platform.
  • Providing quality and smooth output within the deadline coordinate with the client to identify project scope, budget and timeline, successful implementation of project and operational requirements.
  • Determine accountability for specific implementation, and work with production Lead to ensure that appropriate resources are assigned to meet the deadlines
  • Provide management and stakeholders with regular updates on processing status, issues and deliverable dates
  • The candidate must have a good eye sight, with excellent spelling, grammar and punctuation skills and analytical abilities.
Job Nature
Full-time
Educational Requirements
  • Only IBA from Dhaka University Graduates can apply.
  • Good Band Score in IELTS (Minimum 6.0) will get extra advantage.
Experience Requirements
  • at least 1 year(s)
  • The applicants should have experience in the following business area(s):
    Call Center, BPO/ Data Entry Firm, Interior Design, IT Enabled Service, Web Media/Blog
Additional Job Requirements
  • Shift Time: From Monday – Saturday (8 PM- 6 AM)
  • The candidate must have a good English when speaking with customers in America and eye sight, with excellent spelling, grammar and punctuation skills and analytical abilities
Job Location: Dhaka
Salary Range: TK. 50000 to 60000
Other Benefits
  • Competitive salary package
  • 2 Festival bonus
  • 30 days of annual leaves, Up to 2 weeks of leave encashment.
  • Entertainment & recreational facilities, round the year gaming/creativity competitions and outings
  • 25% House Rent Extra will be Paid for Nikunja 2 area Housing ( 5 years contract)
  • Provident fund
  • Gratuity fund
  • Opportunity to grow in different specializations
  • Above all, a great opportunity to learn from and work in a truly dynamic and international work environment
Special Note: Given the international nature of the environment, fluency in English is a must and your written abilities should be of very high standard for all above positions. All the academic and previous employment documents will be sent for verification to the respective educational institutions/employer organization. Any discrepancy will result to the disqualification of the applicant.
Application Deadline: October 14, 2016
Company Information
Kazi It Center
Address: House No. -1 Road No. 11, Nikunja – 2, Khilkhet, Dhaka
Website: www.kaziitcenter.com
Business: Outsource Business Process – Web Development – Call Center
We are determined to build Digital Bangladesh


Job Position:

Merchandiser (Sweater)
No. of Vacancies01 (one)
Job Description / Responsibility
  • The incumbent is responsible for overall activities and outcome of an assigned account.
  • He or she must handle development and order processing from initial stage till shipment with full responsibility.
  • Thorough knowledge in, Denim and Non Denim fabric and it’s washes and costs
  • Able to handle costing, order processing with approval & buyer correspondence independently
  • Preparing regular updates for Management review
  • Should be able to handle minimum two accounts with 4-5 factories from costing to garment shipments
  • Assignment of Jobs and monitoring the activities of team Members.
  • Monitor production and ensures time schedule and quality of merchandise.
  • Monitor opening of s by the Factory and processing of shipping documents
  • Follow-up and knowledge of commercial, such as LC, back to back LC, Shipment, booking and shipping documentation etc.
  • Negotiate prices with suppliers to ensure best price (cost breakdown)
  • To join the meeting with buyers (buying meeting / visit factories)
  • Place purchase order to suppliers
  • To follow up the running orders to be sure that the initial delivery date is respected
  • Get preform invoice back and check PI
  • To manage the sampling in each steps
  • To launch the production and confirm delivery date with supplier
  • Quality Inspection’s planning and booking
  • In line / final inspection
  • Interlocutor between supplier and customer
  • To visit factories and make in line inspection
  • Handling paper work such as P/O and shipping set of documents 
Additional Job Requirements
  • Age 28 to 35 year(s)
  • Both males and females are allowed to apply.
  • Candidate need to have good command over English for communication with clients, concerning approvals, delivery schedules, and samples.
  • The Applicant should have experience in both the following areas:
  • Garment buying house
  • Sound Physical & Mental health condition.
  • Dynamic, knowledgeable & self-starter.
Job NatureFull-time
Educational Requirements
  • Masters/ MBA Degree Holder from any reputed university.
  • Preferably in Textile Engineering
Experience RequirementsMinimum 05 year(s)
Job LocationDhaka
Salary RangeNegotiable
Other BenefitsAs per company policy.
Apply Instruction
Please send your updated CV mentioning expected salary and a recent color photograph to
Application DeadlineSep 17, 2016


মনের মত একটা চাকরি পাওয়া অনেক কঠিন কাজ। আর সেটা যদি হয় ব্যাংকের চাকরি, কাজটা যেন তখন আরও কঠিন হয়ে যায়। আজকাল তরুণদের স্বপ্নের তালিকায় প্রথমদিকেই থাকে ব্যাংকে চাকরি। কিন্তু পর্যাপ্ত এবং নিয়মমাফিক প্রস্তুতির অভাবে অনেকের কাছেই এই স্বপ্ন থেকে যায় অধরা। যারা ব্যাংকে চাকরি করতে চান, তাদের জন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ অফিসার তৌফিক ইনাম।

ইংরেজি এবং অংকের উপর জোর দিতে হবে:

তৌফিক ইনাম ব্যাংকের প্রস্তুতি বিষয়ে কথা বলতে গিয়ে প্রথমেই প্রিয়.কমকে বলেন, “ইংরেজি এবং অংক হচ্ছে অনেকটা প্যারাসিটামলের মত। এর গুরুত্ব সবচাইতে বেশি। যারা ইংরেজি এবং অংকে ভালো তারা খুব দ্রুত ব্যাংকের চাকরি পেতে পারে। আবার ভাইভা বোর্ডে, গ্রুপ ডিসকাসনে বা প্রেজেন্টেশনেও সবকিছু সুন্দরভাবে ইংরেজিতে উপস্থাপন করতে হয়। তাই যারা ব্যাংকে চাকরির স্বপ্ন দেখছেন তারা এই দুটি বিষয় মনযোগ দিয়ে চর্চা করুন।”

সাম্প্রতিক তথ্যে স্বয়ংসম্পন্ন হতে হবে:

তৌফিক ইনাম বলেন, “ব্যাংকে চাকরি প্রার্থীদের অবশ্যই সাম্প্রতিক প্রশ্নে স্বয়ংসম্পন্ন হতে হবে। সে লক্ষ্যে প্রতিদিন রাতে একবার সংবাদ দেখা উচিত এবং নিয়মিত সংবাদপত্র পড়া উচিত। গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটা খাতায় লিখে রাখতে হবে। এই খাতাটা পরীক্ষার আগে পড়লে ভালো ফল দিবে। এছাড়া প্রতি মাসের সাম্প্রতিক তথ্য বিষয়ক যে কোন একটা বইও নিয়মিত পড়া উচিত।”

বিগত সালে বিভিন্ন ব্যাংক পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান করতে হবে:

তৌফিক ইনাম আরও যুক্ত করেন, “বিগত সালে ব্যাংক পরিক্ষায় আসা প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সমাধান করতে হবে। আর এটা করতে পারলে ব্যাংকের প্রশ্ন সম্পর্কে পরিষ্কার ধারণা মিলবে। কোন ব্যাংকের প্রশ্ন করে আইবিএ, কোনটা করে বিআইবিএম, কোনটা করে ঢাবির বিজনেস ফ্যাকাল্টি। তাই প্রশ্ন পদ্ধতি বোঝার জন্য এবং প্রস্তুতিকে পরিপূর্ণ করার পুরনো প্রশ্নগুলো চর্চার কোন বিকল্প নেই।”

কম্পিউটার, মানসিক দক্ষতা এবং সাধারণ জ্ঞানের চর্চা করতে হবে নিয়মিত:

কম্পিউটার, মানসিক দক্ষতা এবং সাধারণ জ্ঞান প্রসঙ্গে তৌফিক ইনাম বলেন, “প্রথমেই বলেছি অংক এবং ইংরেজির কথা। তবে ব্যাংকের পরিক্ষায় কম্পিউটার, মানসিক দক্ষতা এবং সাধারণ জ্ঞানের চর্চাও বেশ গুরুত্ব সহকারেই করতে হবে। এসব বিষয়ের জন্য বাজারের প্রচলিত যে কোন একটা ভালো বই অনুশীলন করলেই চলবে। আর হাতে কলমে কম্পিউটার ব্যবহার, বুদ্ধিভিত্তিক চর্চা বেশ ভালো ফল দিতে পারে।”

ভাইভার জন্যও রাখতে হবে প্রস্তুতি:

অনেকেই মনে করেন আগে লিখিত এবং অন্যান্য পরীক্ষায় উত্তীর্ন হই, তারপর ভাইভার প্রস্তুতি নেব। কিন্তু এটি সম্পূর্ন ভুল চিন্তাধারা। লিখিত পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে ভাইভার প্রস্তুতিও রাখতে হবে। তৌফিক ইনাম এ প্রসঙ্গে বলেন, “আপনি যে বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর করেছেন সে বিষয়ে ভাইভা বোর্ডে অবশ্যই প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হতে পারে আপনার জেলাকে নিয়ে। এছাড়া ব্যাংক বিষয়েও বিভিন্ন প্রশ্ন করা হয়। তাই ভাইভার জন্য সবসময় নিজেকে আপডেট রাখতে হবে। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সম্পর্কে বেশ ভালো ধারণা রাখতে হবে। ”

প্রস্তুতিকে ভালবাসতে হবে, দিতে হবে পর্যাপ্ত সময়:

তৌফিক ইনাম সবশেষে বলেন, “ব্যাংকের চাকরির প্রস্তুতিকে ভালবাসতে হবে। কারণ মানুষ কোন বিষয় ভালোবেসে বা মন থেকে করলে ইতিবাচক ফল আসবেই। প্রস্তুতি নিয়ে কোন হেলাফেলা চলবে না। প্রতিদিন রুটিন মেনে প্রয়োজনীয় বিষয়গুলো অনুশীলন করতে হবে। তাহলেই আসবে কাঙ্ক্ষিত ফল, পূরণ হবে ব্যাংকার হওয়ার স্বপ্ন।”

পরামর্শ দিয়েছেন
তৌফিক ইনাম,
এক্সিকিউটিভ অফিসার,
কর্পোরেট অফিস
ব্যাংক এশিয়া।
তথ্যসূত্রঃ প্রিয় ডট কম

বিশ্বের অন্যতম জনপ্রিয় বিমানসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সৌদিয়া এয়ারলাইন্স জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফিমেল ফ্লাইং অ্যাটেনডেন্ট পদে নারীদের নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

যোগ্যতা
উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে কাজে ছয় মাসের অভিজ্ঞতা থাকলে ৩৬ বছর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনকারীদের কাঁধের উচ্চতা ন্যূনতম ২১২ সেন্টিমিটার হতে হবে। এ ছাড়া ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা recruitment.dhaka@zakagroup.com ইমেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদন করা যাবে ৬ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
জব টাইপ : ফুলটাইম
জব ক্যাটাগরি : সরকারী
আবেদনের শেষ তারিখ: ২৯ সেপ্টেম্বর , ২০১৬
বিস্তারিত নিচের বিজ্ঞাপনে :