সাব এডিটর
পদটিতে বেশ কয়েকজনকে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের সাব এডিটিংয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের ইন্টারনেট ব্যবহার ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদের দক্ষতা থাকতে হবে। অতিরিক্ত যোগ্যতা হিসেবে প্রার্থীদের অনলাইন মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা ও প্রুফ রিডিংয়ে দক্ষতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২৫ থেকে ৩৫ হাজার টাকা।
সোস্যাল মিডিয়া কো-অর্ডিনেটর
পদটিতে নিয়োগ পাবেন একজন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের ডিজিটাল মার্কেটিংয়ে পেশাদার ট্রেনিং থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থী বেতন পাবেন ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকা।
পিএসটু এডিটর
পদটিতে নিয়োগ পাবেন একজন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া আবেদনকারীদের যেকোনো বিষয়ে গবেষণায় আগ্রহী এবং ইংরেজিতে কথা বলা লেখা ও মাইক্রোসফট এক্সেলে কাজ করতে পারদর্শী হতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থী বেতন পাবেন ২০ থেকে ২৫ হাজার টাকা।
নির্বাচন পদ্ধতি
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। সেখান থেকে উত্তীর্ণদের নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত ও সদ্যতোলা ছবি পাঠাতে পারবেন info@banglatribune.com ইমেইল ঠিকানায়। জীবনবৃত্তান্তে সনাক্তকারী দুজন ব্যক্তির রেফারেন্স দিতে হবে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র- NTV
0 comments:
Post a Comment