Recent Post
Loading...

বাংলা ভাষার লিপি (ভাষা)

 
১।  বাংলা ভাষার ইতিবৃত্ত এর রচয়িতা—মুহাম্মদ শহীদুল্লাহ ৷
 
২।বাংলা ভাষার উদ্ভব হয়েছে— প্রাকৃত ভাষা থেকে ৷
 
৩। বাংলা লিপির উৎস— বাহ্মী লিপি৷
 
৪। বাংলা ভাষার যুগ——প্রাচীন যুগ(৬৫০—১২০০): চর্যাপদ এবং 
মধ্যযুগ(১২০১—১৮০০): শ্রীকৃষ্ণকীর্তন, 
আধুনিক যুগ (১৮০০—বর্তমান)
 
®®® প্রাচীনযুগ ও চর্যাপদ ®®®
 
* বাংলা ভাষার আদ‌ি নির্দশন চর্যাপদ আবিষ্কৃত হয়—১৯০৭ সালে ৷
 
*বাংলা সাহিত্যের আদ‌ি কবি—লুইপা৷
 
*প্রথম বাঙ্গালি কবি হিসেবে পূর্নাঙ্গ পদ রচনা করেন——লুইপা ৷
 
* চর্যাপদ আবিষ্কৃত হয় —নেপালের রাজগ্রন্থশালা থেকে ৷
 
* বাংলা সাহিত্যর প্রাচীনযুগের নির্দশন—চর্যাপদ ৷
 
* চর্যাপদের সবচেয়ে বেশি পদের রচয়িতা——কাহুপা (১৩টি) ৷
 
*চর্যাপদের বাঙ্গালি কবি——শবরপা ৷
 
*বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' এর আবিষ্কারক- হরপ্রসাদ শাস্ত্রী 
 
 
®®® মধ্যযুগ (১২০১—১৩৫০) ®®®
 
* শুন্যপুরান রচনা করেছেন——রামাই পন্ডিত ৷
 
* বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বুঝায়——(১২০১—১৩৫০) খ্রিষ্টাব্দ পর্যন্ত।
 
* মধ্যযুগে বাংলা সাহিত্যের অন্যতম নির্দশন—মঙ্গলকাব্য ৷
 
*বাংলা ভাষার মধ্যযুগ—(১২০১—৮০০) খ্রিষ্টাব্দ
 
®® প্রাকচৈতন্যযুগ ও শ্রীকৃষ্ণকীর্তন ®®
 
*মধ্যযুগের প্রথম কাব্য— শ্রীকৃষ্ণকীর্তন
 
* "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্যের প্রধান চরিত্র তিনটি—কৃষ্ণ, রাধা, বড়াই ৷
 
* "শ্রীকৃষ্ণকীর্তন"এর রচয়িতা —বড়ু চণ্ডীদাস ৷
 
* চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ট কবি—কৃষ্ণদাস কবিরাজ ৷
 
®®® বৈষ্ণব পদাবলী ®®®
 
* মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ট সম্পদ—বৈষ্ণব পদাবলী ৷
 
* বৈষ্ণব পদাবলীর মহাকবি বলা হয়—বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, 
গোবিন্দদাস,বলরাম প্রমুখকে
 
* "ব্রজবুলি"বলতে বোঝায়—এক রকম কৃত্রিম কবিভাষা(বাংলা ও মৈথিলী ভাষার সংমিশ্রনে তৈরি ৷
 
* 'ব্রজবলি' যে স্থানের ভাষা—মিথিলার৷
 
*বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি—বিদ্যাপতি ৷
 
          ®®® মঙ্গলকাব্য ®®®
 
**মঙ্গলকাব্য‌ের উপজীব্য—দেবদেবীর গূণগান ৷
 
**মানসামঙ্গলের আদিকবি—কানাহরি দত্ত ৷
 
**আমার সন্তান যেন থাকে দুধে ভাতে—অন্নদামঙ্গলকাব্যের—পার্থনা করেছেন _ইশ্বরী পাটনীর৷
 
    ®®® মুসলিম সাহিত্য ®®®®
 
**"ইউসফ—জোলেখা"প্রণয়কাব্য অনুবাদ করেছেন—শাহ মোহাম্মদ সগীর৷
 
**বাংলা ভাষার প্রথম মুসলিম কবির নাম—শাহ মোহাম্দ সগীর ৷
 
**বাংলা সাহ‌িত্যের প্রথম প্রণয়োপাখ্যান—ইউসুফ জোলেখা ৷
 
®® আরাকান(রোসাঙ্গ)রাজসভায় বাংলা সাহিত্য ®®
 
**অালাওল যে রাজসভার কবি ছিলেন—অারাকান রাজসভার ৷
 
**অারাকান রাজসভার প্রথম বাঙ্গালি কবি—দৌলত কাজী৷
 
®® দৌলত কাজী ও অালাওলের সাহিত্য কর্ম ®®
 
*দৌলত কাজী—সতীময়না ও লোরচন্দ্রানী ৷
 
*অালাওল—পদ্মাবতী, হপ্ত পয়কর, সয়ফুলমুলুক বদিউজ্জামাল,
সেকান্দারনামা, তোহফা৷
 
®® লোকসাহিত্য ও মৈয়মনসিংহ গীতিকা ®®
 
*লোক সাহিত্যের প্রাচীনতম নির্দশন—ছড়া/প্রবচন ও ধাধা ৷
 
*গম্ভীরা গান গাওয়া হয়—রাজশাহী অঞ্চলে
 
*লোকসাহিত্য বলতে বোঝায়—লোকের মূখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে ৷
 
*"মহুয়া" পালাটির রচয়িতা—দ্বিজ কানাই
 
বাংলা সাহিত্যে সর্বাধিক সমৃদ্ধ ধারা—গীতিকবিতা
 
*মৈয়মনসিংহ গীতিকার উপাখ্যান—
ড. দীনেশচন্দ্র সেন৷
 
* পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক—সৈয়দ হামজা ৷
 
* পুঁথি সাহিত্য বলতে বুঝি—
ইসলামী চেতনা সম্পৃক্ত সাহিত্য ৷
 
* বাংলা টপ্পা গানের জনক—
নিধু বাবু বা রামনিধি গুপ্ত ৷
 
®®® মধ্যযুগের উল্লেখযোগ্য সাহিত্যিক ও সাহিত্যকর্ম ®®®
 
* বড়ু চন্ডীদাস—
—মধ্যযুগের আদি কবি ৷ 
তার রচিত কাব্য গ্রন্থ "শ্রীকৃষ্ণকীর্তন" ৷
 
—সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই (চন্ডীদাস) ৷
 
* বিদ্যাপতি—
—বিদ্যাপতি ছিলেন—মিথিলার কবি ৷
—বিদ্যাপতি যে ভাষায় পদ রচনা করেন—ব্রজবলি ৷
 
* শাহ মোহাম্দ সগীর—
—প্রাচীন বাঙ্গালি মুসলমান কবি ৷
—তার অনুদিত বিখ্যাত কাব্য—ইউসুফ জুলেখা ৷
 
* চন্দ্রবতী—
—বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি ৷
—প্রথম রামায়ণ অনুবাদকারী কবি ?
 
®® অালাওল (১৬০৭), মধ্যযুগের কবি ®®
 
—কাব্যগ্রন্থ—পদ্মাবতী৷
—জন্ম—ফতেয়াবাদ পরগনা,ফরিদপুর/মতান্তরে চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার জোবরা গ্রামে৷
 
®®® অাধুনিক যুগ ও বাংলা গদ্যের সূচনা— ®®®
 
—বাংলা গদ্যের জনক— ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর৷
 
—ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়—১৮০১ সালে৷
 
—বাংলা একাডেমি প্রতিষ্ঠ‌িত হয়—
১৯৫৫ সালে৷
 
—বাংলা গদ্যের বিকাশে যে বিদেশীর অবদান সর্বাধিক—উইলিয়াম কেরি৷
 
—ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠ‌িত হয়—১৮০০ সালে৷
 
—ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গ্রন্থ প্রণয়নকারী দুজন পন্ডিত হলেন—মৃত্যুঞ্জয় বিদ্যালংকার ও রাম রাম বসু৷
 
—ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত দ্বিতীয় বই—উইলিয়াম কেরি রচিত"কপোপকথন"৷
 
—ঢাকা মুসলিম সমাজের মুখপাত্র—"শিখা পত্রিকা"৷
 
—"শিখা" পত্রিকার স্লোগান ছিল 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ'বুদ্ধি সেখানে আড়ষ্ট,মুক্তি সেখানে অসম্ভব"৷
 
—উত্তরাধিকার(সৃজনশীল সাহিত্য)—মাসিকপূর্বে ত্রৈমাসিক ছিল)৷
 
®®® পত্রিকা, সাময়িকি ও সম্পাদক ®®®
 
—তত্বাবোধিনী পত্রিকার সম্পাদক অক্ষ্ময় কুমার দত্ত৷
 
—বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে যে পত্রিকার অবদান বেশি—সবুজপত্র৷
 
—বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র—দিকদর্শন৷
 
—নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা—ধুমকেতু৷
 
—সপ্তাহিক "সুধাকর" এর সম্পাদক—শেখ আব্দুর রহিম৷
 
—"সওগাত" পত্রিকার সম্পাদক ছিলেন—মোহাম্মদ নাসির উদ্দীন৷
 
—যার সম্পাদনায়"সংবাদ প্রভাকর"প্রথম প্রকাশিত হয়—ইশ্বরচন্দ্র গুপ্ত৷

0 comments:

Post a Comment