Recent Post
Loading...

অ্যালিলিক বা অ্যালিল যৌগ এর রসায়ন

<3 অ্যালিলিক বা অ্যালিল যৌগ—Allylic or Allyl Compound <3

রসায়নে, যৌগের একপ্রকার শ্রেণীর নাম অ্যালিল(Allyl)। মূলত একটি দ্বিবন্ধন থেকে এক-কার্বন পরের অবস্থানটাই অ্যালিলিক অবস্থান(Allylic Position)। অন্যভাবে বলা যায়, কোন কার্যকরী গ্রুপ থেকে এক-কার্বন পর যদি কোন দ্বিবন্ধন থাকে তাহলে সেটা হলো অ্যালিলিক যৌগ। ছবিতে বেশ কয়েকটি অ্যালিলিক যৌগ দেখানো হলো।
প্রথম অ্যালিলিক যৌগ পৃথক করা হয় রসুন থেকে, তাই নামকরণ করা হয়েছিল রসুনের ল্যাটিন শব্দ(বৈজ্ঞানিক নাম) Allium থেকে। রসায়ন পড়তে গেলে হুট করে যৌগ চিনতে পারলে অনেক কিছু সহজ হয়ে যায়। অ্যালিল যৌগকে তাই চেনা গুরুত্বপূর্ণ।