Recent Post
Loading...

নেইল-পলিশ রিমুভার এবং এর রসায়ন

Nail-Polish Remover

নখের সৌন্দর্য বৃদ্ধিতে সাধারণত মেয়েরা নেইল-পলিশ ব্যবহার করে। নেইল পলিশ তুলতে হয় সময়ে সময়ে। সে জন্য ব্যবহার করতে হয় কিছু উদ্বায়ী জৈব যৌগ(Volatile Organic Compounds)। নেইল-পলিশ তুলতে এসিটোনের(Acetone) ব্যবহার বেশ প্রচলিত। 

এসিটোন ল্যাবরেটরিতে দ্রাবক হিসেবেও ব্যবহৃত হয়। অ্যাসিটোন ত্বক অনেক শুষ্ক করে এবং নখ ক্ষয়ে ভূমিকা রাখে বলে এসিটোনের ব্যবহার ধীরে ধীরে কমে যাচ্ছে। তাই এসিটোন-ফ্রী রিমুভার, এখন একটি ব্যবসায়ী শ্লোগান। ব্যবহৃত হয়েছে এসিটোনাইট্রাইলও। তবে এটি ক্ষতিকর!ইথাইল এসিটেট(Ethyl acetate) একটি চমৎকার রিমুভার। তবে এটি পানিতে মিশ্রিত হয় না। ইথাইল এসিটেট ফলে পাওয়া যায়। রসায়নে এই জাতীয় অণুকে বলা হয় এস্টার(Ester)। মিথাইল এসিটেট পানিতে আংশিক দ্রবীভূত হয়। বর্তমানে মিথাইল এসিটেট রিমুভার হিসেবে ব্যবহৃত হচ্ছে অনেক। আমাদের প্রসাধনীতে আছে রসায়ন। Nail-Polish Remover তেমনই একটি উদাহরণ!