বেনজিন ও বেনজাইন (Benzene and Benzyne)
বেনজাইন অনেকের কাছেই নতুন মনে হয়েছে। তাই বেনজাইনের গঠন বিস্তারিত দেখানো হলো। তুলনা হিসেবে বেনজিনের গঠনও দেয়া হয়েছে।
বেনজাইনে যে ত্রি-বন্ধন থাকে সেটিতে একটি সিগমা ও দুটি পাই-বন্ধন থাকে। মূলত একটি পাই-বন্ধন খুবই দুর্বল। কারণ যে দুটি অরবিটালের(p orbital) মধ্যে সে পাই-বন্ধনটি হয়, জ্যামিতিক গঠনের কারণে (sp2 hybridization) তারা পরস্পর থেকে অনেক দূরে থাকে (চিত্র দেখলে বুঝতে সহজ হয়)। ফলে অরবিটাল ওভারলেপ(Orbital Overlap) দুর্বল হয়।
বেনজাইনের একদিকে একটি শূণ্য p orbital (Electrophile) এবং অন্যদিকে একটি পূর্ণ p orbital ( Nucleophile) থাকে। ফলে বেনজাইন একাধারে ইলেকট্রোফাইল এবং নিউক্লিউফাইল হিসেবে কাজ করে।