!!ঘামের দুর্গন্ধ!! !! sweat smell !!
আমাদের শরীর থেকে নিঃসৃত হয় ঘাম ও চর্বি(Fat)। ফ্যাটের কোন গন্ধ থাকে না। কিন্তু ব্যাকটেরিয়া ওৎ পেতে বসে থাকে। ফ্যাটকে ভেঙ্গে-চুরে গুড়ো-গুড়ো করে। তৈরি করে ছোট ছোট অণু। বেশিরভাগ অণুই এসিড। আর সেগুলোই গন্ধ ছড়াতে থাকে। ছবির উপরের অণুটি হলো সবচেয়ে ভয়াবহ। গন্ধের তীব্রতায় অন্যান্য অণুগুলোর চেয়ে অনেক বেশী।
ওয়াক!! ওয়াক!!
আমাদের শরীর থেকে নিঃসৃত হয় ঘাম ও চর্বি(Fat)। ফ্যাটের কোন গন্ধ থাকে না। কিন্তু ব্যাকটেরিয়া ওৎ পেতে বসে থাকে। ফ্যাটকে ভেঙ্গে-চুরে গুড়ো-গুড়ো করে। তৈরি করে ছোট ছোট অণু। বেশিরভাগ অণুই এসিড। আর সেগুলোই গন্ধ ছড়াতে থাকে। ছবির উপরের অণুটি হলো সবচেয়ে ভয়াবহ। গন্ধের তীব্রতায় অন্যান্য অণুগুলোর চেয়ে অনেক বেশী।
ওয়াক!! ওয়াক!!