Recent Post
Loading...

ভূগোল ও পরিবেশ

১. Geography শব্দের বাংলা প্রতিশব্দ কী? উত্তর : ভূগোল।
 
 ২. কোন দেশের ভূগোলবিদ সর্বপ্রথম Geography শব্দটি ব্যবহার করে? 
উত্তর : গ্রিস। 
 
৩. তার নাম কী? উত্তর: ইরাটসথেনিস।
 
৪. ' Perspectives on the nature of Geography' বইটি কত সালে প্রকাশিত? 
উত্তর : ১৯৫৯ সালে। 
 
৫. ভূগোলের শাখা কয়টি? উত্তর : ৯টি। 
 
৬. মাধ্যমিক স্তরে কোন কোন শাখা পড়ানো হয়? উত্তর : A ধরনের।
 
৭. মহাকাশে অসংখ্য কী রয়েছে? 
উত্তর : জ্যোতিষ্ক। 
 
৮. সূর্য কী? উত্তর : নক্ষত্র।
 
৯. চাঁদ কী? উত্তর : উপগ্রহ। 
 
১০. নক্ষত্রগুলো প্রকৃতপক্ষে কী? 
উত্তর : জ্বলন্ত বাষ্পপিণ্ড। 
 
১১. নিজস্ব আলো ও উত্তপ আছে কার? উত্তর : নক্ষত্রের। 
 
 ১২. পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কী? উত্তর : সূর্য। 
 
১৩. সূর্য থ‌েকে পৃথিবীর দূরত্ব কত? 
উত্তর : ১৫ কোটি কি. মি.। 
 
১৪. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 
উত্তর : ৮মি. ১৯ সেকেন্ড/৮.৩২ মি.। 
 
১৫. চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 
উত্তর : ১ মি. ২০/৩০ সে.। 
 
১৬. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? উত্তর : প্রক্সিমা সেন্টারাই। 
 
১৭. পৃথিবী থেকে তার দূরত্ব কত? 
উত্তর : ৩৮ লাখ কোটি কি. মি.। 
 
১৮. গ্যালাক্সি ক্ষুদ্র অংশকে কী বলে? উত্তর : ছায়াপথ।
 
১৯. ছায়াপথ কোন আকাশে দেখা যায়? উত্তর : উত্তর-দক্ষিণ। 
 
২০. উল্কার অপর নাম কী? 
উত্তর : ছুটন্ত তারা। 
 
২১. ইংরেজিতে একে কী বলে? 
উত্তর : Meteor. 
 
২২. হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেন? 
উত্তর : এডমন্ড হ্যালি। 
 
২৩. কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? 
উত্তর : 76 বছর। 
 
২৪. সর্বশেষ কবে দেখা গেল? 
উত্তর : ১৯৮৬ সালে। 
 
২৫. পরবর্তীতে কবে দেখা যাবে? 
উত্তর : ২০৬২ সালে। 
 
২৬. ধূমকেতুর ইংরেজি নাম কী? 
উত্তর : Comet. 
 
২৭. কোন শব্দ থেকে ধূমকেতু শব্দটি এসেছে? 
উত্তর: গ্রিক শব্দ komet থেকে
 
২৮. Komet অর্থ কী? 
উত্তর : এলোকেশী। 
 
২৯. গ্রহের নিজস্ব কী নেই? 
উত্তর : আলো ও তাপ। 
 
৩০. গ্রহ আলো ও তাপ পায় কার কাছ থেকে? উত্তর : সূর্য থেকে। 
 
৩১. সৌরজগতের কয়টি গ্রহ আছে? উত্তর : ৮টি। 
 
৩২. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? উত্তর : চাঁদ। 
 
৩৩. কোন কোন গ্রহের উপগ্রহ নেই? উত্তর : বুধ ও শুক্র। 
 
৩৪. কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? কয়টি? 
উত্তর : শনি। ২২টি
 
৩৫. সূর্য কোন বর্ণের? উত্তর : হলুদ। 
 
৩৬. সূর্যের ব্যাস কত? 
উত্তর : ১৩ লাখ ৮৪ হাজার কি. মি.। 
 
৩৭. সূর্যের ভর কত? 
উত্তর : ১.৯৯*১০১৩ কিলোগ্রাম। 
 
৩৮. সূর্যের কেন্দ্রভাগ ও পৃষ্ঠভাগের উত্তাপ কত?
উত্তর : ১৫০,০০০,০০০ ও ৬০০০ সেলসিয়াস। 
 
৩৯. কোনটি সবচেয়ে বড় গ্রহ? 
উত্তর : বৃহস্পতি। 
 
৪০. সবচেয়ে ছোট গ্রহ কোনটি? 
উত্তর : বুধ। 
 
৪১. কোন গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত? উত্তর : বুধ। 
 
৪২. সূর্য থেকে বুধের দূরত্ব কত? 
উত্তর : ৫.৮ কোটি কি.মি.। 
 
৪৩. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে? উত্তর : ৮৮ দিন। 
 
৪৪. নিজ অক্ষে আবর্তন করতে বুধের সময় লাগে? উত্তর : ৫৮ দিন, ১৭ ঘণ্টা। 
 
৪৫. কোন গ্রহে বায়ুমণ্ডল নেই? 
উত্তর : বুধ। 
 
৪৬. আমেরিকা ১৯৭৪ সালে বুধে কোন যানটি পাঠায়? উত্তর : মেরিনার-১০
 
৪৭. শুক্র গ্রহের অপর নাম কি? 
উত্তর : শুকতারা বা সন্ধ্যাতারা। 
 
৪৮. সূর্য থেকে শুক্রের দূরত্ব কত? উত্তর : ১০.৮ কোটি কি.মি.। 
 
৪৯. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? উত্তর : শুক্র। 
 
৫০. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে? উত্তর : Delta. 
 
৫১. সমগ্র ভূমিরূপ কয়টি ভাগে বিভক্ত ও কী কী? 
উত্তর : ৩টি, পর্বত, মালভূমি ও সমভূমি
  
৫২. পর্বত কয় প্রকার? উত্তর : ৪ প্রকার।
 
৫৩. ভঙ্গিল পর্বতগুলোর নাম লিখ।
 উত্তর : হিমালয়, আল্পস, রকি।
 
৫৪. ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী? উত্তর : ভাঁজ 
 
৫৫. আগ্নেয় পর্বতের উদাহরণ দাও। উত্তর : ভিসুভিয়াস, কিলিমানজারো, ফুজিয়ামা। 
 
৫৬. ল্যাকোলিথ পর্বত কোনটি? উত্তর : USA ল্যাকোলিথ। 
 
৫৭. সমভূমি কত প্রকার ও কী কী? উত্তর : ২ প্রকার : ক্ষয়জাত ও সঞ্চয়জাত। 
 
৫৮. বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত? উত্তর : ৭৮.০২ ও ২০.৭১%। 
 
৫৯. বায়ুমণ্ডলের স্তর কয়টি? উত্তর : ৬টি।
 
৬০. কোনগুলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান? উত্তর : বায়ুর তাপ, চাপ, প্রবাহ,আর্দ্রতা ও বারিপাত। 
 
৬১. বর্ষাকালে কেমন বায়ু প্রবাহিত হয়? উত্তর : মৌসুমী। 
 
৬২. মরুভূমিতে দিনে ও রাতে কেমন অবস্থা থাকে? উত্তর : গরম ও ঠাণ্ডা। 
 
৬৩. বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কত? উত্তর : শতকরা ১ ভাগ। 
 
৬৪. কোনো স্থানের ৩০-৪০ বছরের গড় আবহাওয়াকে কী বলে? উত্তর : জলবায়ু
 
৬৫. কোনগুলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান? উত্তর : বায়ুর তাপ, চাপ, প্রবাহ, আর্দ্রতা ও বারিপাত। 
 
৬৬. বায়ূর আর্দ্রতা কী দ্বারা পরিমাপ করা হয়? উত্তর : হাইগ্রোমিটার। 
 
৬৭. বায়ুর আর্দ্রতা কত প্রকার ও কী কী? উত্তর : ২ প্রকার, 
১. পরম আর্দ্রতা 
২. আপেক্ষিক আর্দ্রতা। 
 
৬৮. বৃষ্টিপাত কত প্রকার? 
উত্তর : ৪ প্রকার।

0 comments:

Post a Comment