Recent Post
Loading...

শ্বেত ফসফরাস ও লোহিত ফসফরাস এর মধ্যে পার্থক্য কি?


 

শ্বেত ফসফরাস ও লোহিত ফসফরাস এর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ 


১. শ্বেত ফসফরাস মোমের মত নরম।কিন্তু, লোহিত ফসফরাস অদানাদার গুড়া পদার্থ।

২. শ্বেত ফসফরাস এর গন্ধ রসুনের মতো।
অপরদিকে, লোহিত ফসফরাস গন্ধহীন।

৩. শ্বেত ফসফরাস অত্যন্ত সক্রিয়। কিন্তু লোহিত ফসফরাস কম সক্রিয়।

৪. শ্বেত ফসফরাস উত্তপ্ত ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে ফসফিন উৎপন্ন করে।
লোহিত ফসফরাস ক্ষারের সাথে কোন বিক্রিয়া করে না।

৫. শ্বেত ফসফরাস কক্ষ তাপমাত্রায় অস্থায়ী। ধীরে ধীরে লোহিত ফসফরাসে পরিণত হয়।
কিন্তু লোহিত ফসফরাস সাধারণ তাপমাত্রায় স্থায়ী।

0 comments:

Post a Comment