Recent Post
Loading...

জায়মান হাইড্রোজেন কি বা কাকে বলে



রাসায়ানিক বিক্রিয়ার ফলে H2 ঘটিত কোন যৌগ থেকে সদ্য মুক্ত হাইড্রোজেনকে জায়মান হাইড্রোজেন বলে। রাসায়নিক বিক্রিয়ায় যখন কোন পদার্থ থেকে H2 উতপন্ন হয়, তখন ওই হাইড্রোজেনের সদ্যজাত অবস্থা , অর্থাৎ ওই H2 অনুতে পরিনত হওয়ার আগের অবস্থাকে জায়মান অবস্থা বলে। এই অবস্থা সল্পকাল স্থায়ী। জিঙ্কের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় যে সদ্দ্যজাত Hউৎপন্ন হয়, তা প্রথমে পারমানবিক অবস্থায় থাকে। জায়মান হাইড্রোজেন সাধারন হাইড্রোজেনের থেকে অনেক শক্তিশালী ও সক্রিয় কারন এই অবস্থায় H2 পারমানবিক অবস্থায় থাকে।

2 comments: