Recent Post
Loading...


০১ . প্রাকৃতি গ্যাসের উপাদান কোনটি?

ক) মিথেন
খ) ইথেন
গ) প্রোপেন
ঘ) বিউটেন
সঠিক উত্তর: (ক)

০২. পেট্রোলের দহনে কোনটি উৎপন্ন হয়?
ক) বিদ্যুৎ
খ) শক্তি
গ) হাইড্রোজেন
ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (খ)

০৩. কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
ক) সেলুলোজ
খ) স্টার্চ
গ) হাইড্রোকার্বন
ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (ক)

০৪. কোন ধরনের পদার্থ শরীরে ক্যান্সার সৃষ্টি করে?
ক) দাহ্য পদার্থ
খ) বিস্ফোরক পদার্থ
গ) তেজস্ক্রিয় পদার্থ
ঘ) জারক পদার্থ
সঠিক উত্তর: (গ)

০৫. জীবের দেহ গঠনের প্রধান জটিল অনু কোনটি?
ক) চর্বি
খ) সেলুলোজ
গ) প্রোটিন
ঘ) শ্বেতসার
সঠিক উত্তর: (গ)

০৬. পানীয় জলের উপাদানগুলো কী কী?
ক) হাইড্রোজেন ও কার্বন
খ) হাইড্রোজেন ও নাইট্রোজেন
গ) হাইড্রোজেন, অক্সিজেন ও খনিজ লবণ
ঘ) অক্সিজেন, নাইট্রোজেন ও খনিজ লবণ
সঠিক উত্তর: (গ)

০৭. পুরাতন লোহার উপর লালচে বাদমী বর্ণের আবরণ হলো-
i. মরিচা
ii. কার্বন
iii. পানিযুক্ত ফেরিক অক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii,ও iii
সঠিক উত্তর: (খ)

০৮. ‘পরিবশে’ সাংকেতিক চিহ্ন সংবলিত পদার্থের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক) পদার্থটি জারক
খ) পদার্থটি দাহ্য
গ) এটি মানবদেহকে বিকলাঙ্গ করে
ঘ) এটি জলজ জীবের জন্য ক্ষতিকর
সঠিক উত্তর: (ঘ)

০৯. ‘বিপজ্জনক’ সাংকেতিক চিহ্ন দ্বারা কোনটি বুঝায়?
ক) বিস্ফোরক দ্রব্য
খ) মারাত্মক বিষাক্ত পদার্থ
গ) জারক পদার্থ
ঘ) তেজস্ক্রিয় পদার্থ
সঠিক উত্তর: (খ)

১০. অন্তঃনির্ভরশীলতার ক্ষেত্রে-
i. তত্ত্বীয় জ্ঞানার্জনে রসায়ন গণিতের উপর নির্ভরশীল
ii. পেট্রোলিয়ামের উৎপত্তি রসায়নের সাহায্যে করা সম্ভব
iii. ওজোনস্তর ক্ষয়কারী গ্যাসের চিহ্নিতকরণ বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii,ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১. খাবার গ্রহণে আমাদের শরীরে-
i. বিপাক প্রক্রিয়া ঘটে
ii. জৈব রাসায়নিক ক্রিয়া ঘটে
iii. দেহে তাপ উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii,ও iii
সঠিক উত্তর: (ঘ)

১২. রাসায়নিক সার মাটিতে কী প্রদান করে?
ক) উদ্ভিদের পুষ্টি
খ) উদ্ভিদের শক্তি
গ) উদ্ভিদের খাবার
ঘ) উদ্ভিদের তাপ
সঠিক উত্তর: (ক)

১৩. কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে কী ঘটে?
ক) ফসল ভালো হয়
খ) ফসলের দ্রুত বৃদ্ধি ঘটে
গ) জলাশয়ের পানি দূষিত হয়
ঘ) ফসলের পোকামাকড় মারা যায়
সঠিক উত্তর: (গ)

১৪. কাঠ পোড়ালে কোনটি উৎপন্ন হয়?
ক) কার্বন ডাই অক্সাইড
খ) সালফার ডাই অক্সাইড
গ) ফসফরাস পেন্টাক্সাইড
ঘ) নাইট্রোজেন ডাই অক্সাইড
সঠিক উত্তর: (ক)

১৫. উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর তা পচন এবং অণুজীব প্রক্রিয়ায় বিভিন্ন খনিজে পরিণত হয়। কোন খনিজটি এ শ্রেণির অন্তর্ভূক্ত নয়?
ক) অক্টেন
খ) বিউটেন
গ) বিটুমিনাস কয়লা
ঘ) গ্যালেনা
সঠিক উত্তর: (ঘ)

১৬. জৈব পার অক্সাইড এর ধর্ম কোনটি?
ক) সুস্থিত
খ) অস্থিত
গ) ক্ষায়কারক
ঘ) দাহ্য
সঠিক উত্তর: (খ)

১৭. আগুনের শিখা সাংকেতিক চিহ্ন সংবলিত পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
ক) এটি সহজেই দাহ্য
খ) এটি জারক পদার্থ
গ) এটি গ্যাস বা তরল পদার্থ
ঘ) এটি পরিবেশের জন্যে ক্ষতিকর
সঠিক উত্তর: (ক)

১৮. মাছ সংরক্ষণে ফরমালিন ব্যবহার করা ঠিক নয়, এর কারণ কী?
ক) এটি মাছের স্বাদ নষ্ট করে
খ) এটি মাছের খাদ্যমান হ্রাস করে
গ) এটি মাছের পচন সৃষ্টি করে
ঘ) এটি মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সার সৃষ্টি করে
সঠিক উত্তর: (ঘ)

১৯. নিঃস্বাসে গৃহীত বায়ুর কোন উপাদনটি আমাদের শারীরবৃত্তীয় কাজে ব্যবহৃত হয়?
ক) অক্সিজেন
খ) নাইট্রোজেন
গ) কার্বন ডাই অক্সাইড
ঘ) আর্গন
সঠিক উত্তর: (ক)

২০. কারখানায় উৎপাদিত সামগ্রীর মান ও গুণাগুণ বাজায় রাখার জন্য প্রয়োজন মালিক কর্মচারীদের-
i. সচেতনতা, সততা ও ন্যায়নিষ্ঠতা
ii. অপরিমিত রাসায়নিক পদার্থের ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জানা
iii. সঠিক ও নির্দিষ্ট মাত্রার রাসায়নিক দ্রব্য ব্যবহারে পারঙ্গমতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii,ও iii
সঠিক উত্তর: (ঘ)

২১. কার্বন ডাই অক্সাইড পরিবেশকে ক্ষতি করে-
i. গ্রিনহাউজ প্রভাব ঘটিয়ে
ii. পৃথিবীর উত্তাপ বৃদ্ধিতে সাহায্য করে
iii. ওজোন স্তর গঠনে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২২. প্লাস্টিক ব্যবহৃত হয়-
i. রান্নাঘরের বিভিন্ন সামগ্রী তৈরিতে
ii. খেলনা তৈরিতে
iii. ব্যাগ তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৩. লোহায় মরিচা ধরা এক ধরনের পদার্থের পরিবর্তন-
i. গঠিত মরিচা একটি ভঙ্গুর পদার্থ
ii. লোহার অক্সাইড নামক পদার্থ উৎপন্ন হয়
iii. জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিশুদ্ধ লোহার বিক্রিয়া সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii,ও iii
সঠিক উত্তর: (ঘ)

0 comments:

Post a Comment