Recent Post
Loading...

অক্সাইড কি এবং এর প্রকারভেদ।


 

অক্সিজেন ও অপর যেকোনো একটি মৌল যোগে গঠিত দ্বিমৌল যৌগকে অক্সাইড বলে। 


যেমনঃ MgO, CaO ইত্যাদি। 


অক্সাইডের প্রকারভেদঃ রাসায়নিক ধর্মের ভিত্তিতে অক্সাইডকে নয় ভাগে ভাগ করা যায়। 

১. অম্লীয় অক্সাইড  

২. ক্ষারীয় অক্সাইড 

৩. উভধর্মী অক্সাইড 

৪. নিরপেক্ষ অক্সাইড 

৫. পার অক্সাইড 

৬. পলি অক্সাইড 

৭. সুপার অক্সাইড 

৮. সাব অক্সাইড 

৯. যৌগিক বা মিশ্র অক্সাইড।

0 comments:

Post a Comment