সুপ্ত যোজনী জানতে হলে আপনাকে যে বিষয়গুলো সম্পর্কে জানতে হবে তা হলো মৌলের সর্বোচ্চ যোজনী বা যোজনী এবং সক্রিয় যোজনী কী।সর্বোচ্চ যোজনী বা যোজনী হলো কোনো মৌলের সর্বশেষ শক্তিস্তর থেকে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করার ক্ষমতা।ক্যালসিয়ামের সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা ২। অর্থাৎ, তা সর্বোচ্চ ২ টি ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা 4। তাই, এর সর্বোচ্চ যোজনী ২।অক্সিজেন এর সর্বশেষ শক্তিস্তরে ...
Ni2+ এ কয়টি অযুগ্ম ইলেকট্রন আছে?
অযুগ্ম মানে হলো যুগ্ম নয়/অযুগলসহজ ভাষায় বলতে গেলে single😊Ni(28)- [Ar] 3d8 4s2Then,Ni2+ means 2টি ইলেকট্রন কমবেমানে, সর্বশেষ কক্ষপথের দুইটি ইলেকট্রন চলে যাবেআর সর্বশেষ কক্ষপথ হল 4s2তাহলে Ni2+ এর ইলেকট্রন বিন্যাস - [Ar] 3d8হুন্ডের নীতি অনুযায়ী, ইলেকট্রনগুলো কোন অরবিটালে প্রবেশের সময় প্রথমে একমুখী স্পিনে(ঘড়ির কাটার দিকে) তারপর বিপরীতমুখী স্পিনে/ anticlockwise ভাবে প্রবেশ করে।আমরা ...
পর্যায় সারণীর 1নং গ্রুপে ৭ টি মৌল H ছাড়া অন্য ৬ টি মৌল ক্ষার ধাতু বলে। আমার জানি, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণু আকার কমে। আর গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে যে শক্তির প্রয়োজন হয়, তাকে ঐ মৌলের আয়নিকরণ শক্তি বলে। পরমাণু আকার কমে আয়নিকরণ শক্তির মান বাড়ে আর পরমাণু আকার বাড়ে আয়নিকরণ শক্তির মান কমে। ক্ষার ধাতু হচ্ছে পর্যায় সারণি ...
গ্যাসের অনুর সংখ্যা নির্নয় কিভাবে হয়?
যদি কোন গ্যাসের মোল সংখ্যা দেয়া থাকে তাহলে তাকে (৬.০২৩×১০^২৩) গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে তাই হবে গ্যাসটির মধ্যে উপস্থিত অনুর সংখ্যা । আবার যদি গ্যাসের আয়তন দেয়া থাকে তাহলে প্রথমে মোল সংখ্যা নির্ণয় করতে হবে। ( মোল সংখ্যা, n = V ( গ্যাসের আয়তন)/ ২২.৪ )। এবং তাকে (৬.০২৩×১০^২৩) দ্বারা গুণ করলে গ্যাসটির অনুর সংখ্যা পাওয়া যাবে।উল্লেখ্য : ১ মোল অণুতে (৬.০২৩×১০^২৩) অনু থাকে, ...