Recent Post
Loading...

অ্যামোনিয়া পানিতে দ্রবীভূত হলে উৎপন্ন হয় NH4+ ও OH‌‌‌‌- আয়ন। অ্যামোনিয়ার সংকেত NH4। তাহলে OH- কোথা থেকে আসবে?

প্রথমেই বলি অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত হলো 

NH3NH4 নয়। NH4 হলো অ্যামোনিয়াম আয়ন।

এবার আপনার উত্তরে আসা যাক --

অ্যামোনিয়া জলে দ্রবীভূত হলে অ্যামোনিয়াম হাইড্রোক্সিড (NH4OH) তৈরি হয়।

অর্থাৎ NH4OH = (NH4+) + (OH)

এখন ওই OH এসেছে জল থেকে। কেননা জল হলো H+ এবং OH এর মিশ্রণ।

তাই অ্যামোনিয়া(NH3) আর জলের(H2O) বিক্রিয়াটি হলো —


অ্যামোনিয়া এর সংকেত হলো NH3 । অ্যামোনিয়া গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে পানির সাথে নিচের বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়াম আয়ন (NH4+) ও OH- আয়ন উৎপন্ন করে । NH3 + H2O = NH4+ + OH-


পানি থেকে আসবে। পানির H২O গঠিত হয় ১টি OH- ও ১টি H+ দ্বারা।সেখান থেকেই পাওয়া যাবে



0 comments:

Post a Comment