Recent Post
Loading...

ফিটকিরি জলে মেশালে কি জল পরিশ্রুত হয়? ফিটকিরি মেশানো জল খেলে কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে?

 আমরা সকলেই জানি যে পানির অপর নাম জীবন। কিন্তু বিশুদ্ধ পানি পান না করলে মৃত্যুও হতে পারে।

এখন প্রশ্ন হচ্ছে ফিটকিরি ব্যাবহার করে কি, একশত ভাগ বিশুদ্ধ পানি পাওয়া যায়?

অনেকেরই ধারণা, নিয়মানুযায়ী ফিটকিরি ব্যাবহার করলে

পানি বিশুদ্ধ হয়ে যায়। বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকায় প্রকাশিত।একজন চিকিৎসকের অভিমত তুলে ধরছি।

চিকিৎসকের অভিমত।

ফিটকিরি ব্যাবহার করলেই পানি পুরোপুরি বিশুদ্ধ হয়ে যায়। প্রকৃতপক্ষে এই ধরনা ঠিক নয়।

নিয়মানুযায়ী পানিতে ফিটকিরি ব্যাবহার করলে পানির কিছু কিছু জীবাণু যেমন, ব্যাকটেরিয়া ও প্যারাসাইট ধ্বংস হয়। কিন্তু ভাইরাস ধ্বংস হয় না। এ ক্ষেত্রে টাইফয়েড, ডায়রিয়া, আমাশয় ও কৃমি সংক্রামন জাতীয় রোগ থেকে রেহাই পাওয়া গেলেও হেপাটাইটিস 'এ' এবং 'ই' ভাইরাস জনিত রোগ যা, আমাদের কাছে জন্ডিস বলে পরিচিত। এ থেকে রক্ষা পাওয়া যায় না।

এ থেকে বোঝা গেল ফিটকিরি একশত ভাগ বিশুদ্ধ পানি দিতে অক্ষম।


ফিটকিরি বিজ্ঞানসম্মতভাবে তৈরি। সাধারণত যখন জল দূষিত হওয়ার কারণে ব্যাপক মহামারীর শুরু হওয়ার সময় থেকে ফিটকিরি দিয়ে জল পরিষ্কারের একটা রেওয়াজ চলে আসতেছে এবং ফিটকিরি দিয়ে পানীয় জল খুব স্বচ্ছ হয় এবং দোষ মুক্ত হয়।

0 comments:

Post a Comment