এস টি পি তে আদর্শ গ্যাসের আয়তন ২২.৪ লিটার/ মোল। আবার মোল সংখ্যা n = w/M. এখানে w= ১ গ্রাম। হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন ও আর্গন র আনবিক ওজন যথাক্রমে ২,১৪,১৬ ও ৪০ ( প্রায়) ।সুতরাং ১ গ্রাম হাইড্রোজেন র মোল সংখ্যা সর্বাধিক এবং সবচেয়ে বেশি আয়তন দখল করবে।
0 comments:
Post a Comment