Recent Post
Loading...

অ্যালকেন গ্রুপ এর প্রথম যৌগ মিথেন, কিন্তু অ্যালকিন গ্রুপ এর প্রথম যৌগ মিথীন নয় কেন?



অ্যালকেন গ্রুপের সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সঙ্কেত হল- CnH2n+2.

প্রথম সদস্যের জন্য n এর মান হবে ১। সেক্ষেত্রে প্রথম সদস্য হবে, CH4, অর্থাৎ মিথেন। একইভাবে, অ্যালকিন গ্রুপের সাধারণ সঙ্কেত CnH2n অনুযায়ী প্রথম সদস্য হবার কথা CH2. যার নাম দেওয়া যেত *মিথিন*!

কিন্তু এখানে একটা কথা আছে, তা হলো, কার্বনের যোজনী। কার্বনের স্থায়ী একটি যৌগ পেতে হলে এর চার হাত পূরণ করতে হবে, যার সাধ্য *মিথিন* এর নেই! এজন্যই অ্যালকিন গ্রুপের প্রথম সদস্যের ক্ষেত্রে n এর মান হয় ২ এবং প্রথম সদস্যের নাম ইথিন।

অ্যালকিন বা অলিফিন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন যাতে অবশ্যই একটি বা একাধিক কার্বন-কার্বন দ্বিবন্ধন (>C=C<) থাকবে। মনে রাখতে হবে, অ্যালকিনে কমপক্ষে একটি কার্বন-কার্বন দ্বিবন্ধন (C=C) থাকবেই। এর সাধারণ রাসায়নিক ফর্মূলা হলো CnH2n। এবার এখানে n এর মান n=1,2,3,4…… বসাই।

n=1 বসালেই প্রথম ক্ষুদ্রতম Organic Compound টি পেয়ে যাবার কথা। পেলাম, C1H2*1 বা CH2। আমরা জানি, কার্বনের যোজনী ৪ অর্থাৎ ৪টি হাত। যৌগটি স্থায়ী হবার জন্য কার্বনের ৪টি হাতই পূরণ হতে হবে। কিন্তু, এখানে ২টি হাইড্রোজেন (H) কার্বনের দুটি হাত পূরণ করেছে। আরো ২টি হাত বাকি থাকে (— CH2—)। অর্থাৎ একটি কার্বন-কার্বন দ্বিবন্ধন (C=C) সম্বলিত কোন স্থায়ী ক্ষুদ্রতম যৌগ পাওয়া গেল না যার নাম হবার কথা ছিল "মিথিন"।

এখন, n=2 বসাই, C2H2*2 বা C2H4। এবার একটি স্থায়ী যৌগ পাওয়া গেল যার একটি কার্বন-কার্বন দ্বিবন্ধন (C=C) আছে। অতএব, অ্যালকিনের স্থায়ী প্রথম সদস্যের গঠন পাওয়া গেল (C2H4)। যার নাম রাখা হয়েছে ইথিন। এর দ্বিমাত্রিক গঠন ঃ

IUPAC* অনুসারে নামকরণ এর বেলায় n এর মান 1 বসিয়ে প্রাপ্ত যৌগটি প্রথম সদস্য ও যার নাম হবার কথা ছিল মিথিন। কিন্তু প্রথমটিকে স্থায়ী কার্বন-কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগ হিসেবে না পাওয়ায়, n এর মান 2 বসানোতে প্রাপ্ত দ্বিতীয় যৌগটি স্থায়ী ও কার্বন-কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগ হবার কারনে অ্যালকিনের প্রথম বা ক্ষুদ্রতম সদস্য হবে ইথিন।


যে সকল যৌগের অণুতে কমপক্ষে একটি

কাবন —কাবন দ্বি-বন্ধন (C=C) বিদ্যমান তারাই হলো অ্যালকিন।

অ্যালকিনের ক্ষুদ্রতম সদস্য ইথিন। ইথিন যদি ক্ষুদ্রতম সদস্য না হয় তাহলে যে যৌগটি ক্ষুদ্রতম সদস্য হবে তার কাবন সংখ্যা ইথিন(C₂H₄) থেকে এক কম হতে হবে। কারণ একই সমগ্রোএীয় শ্রেণীর দুটি সদস্য এর মধ্যে (— CH₂) বা মিথিলিন মূলকের পাথ্যর্ক থাকে। কিন্তু ইথিন(C₂H₄) থেকে কাবন সংখ্যা এক কম হলে তার কাবন সংখ্যা হবে 1। ফলে কাবন —কাবন দ্বি-বন্ধন (C=C) গঠন সম্ভব হবে না।

অ্যালকিন এর সাধারণ সংকেত হলো CₙH₂ₙ

এখন n=1 হলে C₁H₂.₁ = CH₂ যা সম্ভব নয়। কারণ অ্যালকিন হতে হলে কমপক্ষে 2টি কার্বন পরমাণু থাকতে হবে এবং কমপক্ষে 2টি কার্বন পরমাণুর মধ্যে কমপক্ষে 1টি কাবন-কাবন দ্বি-বন্ধন (C=C) থাকতে হবে।

n=2 হলে C₂H₂.₂ →C₂H₄ বা, H₂C=CH₂ (ইথিন)

এইখানে 2টি কাবন পরমাণু এবং 1টি কাবন —কাবন দ্বি-বন্ধন (C=C) আছে।

n=3 হলে C₃H₂.₃ → C₃H₆ বা,

H₃C—HC=CH₂(প্রোপিন)

এইখানে তিনটি কাবন পরমাণু এবং 1টি কাবন কাবন দ্বি-বন্ধন (C=C) আছে।

এজন্য ইথিন অ্যালকিনের ক্ষুদ্রতম সদস্য।

*IUPAC = International Union of Pure and Applied Chemistry

0 comments:

Post a Comment