Recent Post
Loading...

পানির বি ও ডি (BOD) এর মান ৫০ পিপিএম (50PPM) বলতে কী বুঝায় ?



BOD মানে হয় Biochemical Oxygen Demand. যার সহজ অর্থ হলো, যেকোনো জৈবিক পদার্থে প্রয়োজনীয় ঘনীভুত অক্সিজেনের পরিমাণ। পানির BOD এর মান ৫০ পিপিএম বলতে বুঝায়, ওই পানিতে ঘনীভূত অক্সিজেনের পরিমাণ, ৫০ পিপিএম। PPM=parts per million. যা ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুর পরিমান নির্ণয়ে ব্যবহৃত হয়। কোনো বস্তুতে যদি ১ মি.গ্রা. অক্সিজেন ঘনীভূত থাকে, প্রতি লিটার পানির জন্য, তাহলে, তা 1ppm. 1ppm=1mg/L

পানির BOD মান 50 ppm অর্থাৎ, পানির মধ্যে ঘনীভূত অক্সিজেনের পরিমাণ প্রতি লিটারে 50 মিলিমিটার।


Biochemical oxygen demand অর্থ এই পরিমাণ অক্সিজেন পানিতে ডিজল্ভট থাকলে পানিতে থাকা ব্যাকটেরিয়া সমূহ পানিতে থাকা অরগানিক মেটেরিয়াল সমূহ কে ভেঙ্গে দিতে পারবে।

পিপিএম অর্থ পার্টস পার মিলিয়ন অর্থাৎ প্রতি মিলিয়নে কত টুকু আছে। তাই ৫০ পিপিএম বলতে ১ লিটারে ৫০ মিলি গ্রাম । বিওডি ৫০ পিপিএম বলতে বোঝাবেঃ পানিতে অন্তত ৫০ পিপিএম থাকতে হবে।

এই টার্ম টি ইটিপি বা শোধনাগারের ক্ষেত্রে বহুল পরিচিত।

0 comments:

Post a Comment