Recent Post
Loading...

(O) অক্সিজেন থাকা সও্বেও Co2 গ্যাস কিন্তু Sio2 কঠিন কেন?

 সত্যি কথা কার্বন আর সিলিকন তো একই পরিবারের সদস্য । তবু তাদের অক্সাইডের ‌মধ্যে এত পার্থক্য কেন ?

আসলে এর উত্তর লুকিয়ে আছে C-O আর Si -O বন্ধনশক্তির মধ্যে । আসলে C অপেক্ষা Si কম তড়িৎঋণাত্মক। এরফলে C-O -এর তড়িৎঋণাত্মকতা পার্থক্য , Si-O অপেক্ষা কম হয় । তড়িৎঋণাত্মকতা পার্থক্য কম হওয়ার জন্য C-O বন্ধন Si-O অপেক্ষা কম শক্তিশালী হয় । তাই যেখানে Si-O একটা বন্ধন দিয়ে তার কাজ সেরে ফেলতে পারে। সেখানে C-O -এর দৃঢ়তা প্রাপ্তির জন্য দুটো বন্ধনের প্রয়োজন হয় ।

CO2 -এ কার্বন sp সংকরায়ণে থাকে । এর ফলে এটি পাশাপাশি থাকা দুটো অক্সিজেনের সাথে দুটো বন্ধনের মাধ্যমে যুক্ত হয় এবং এটি অধ্রুবীয় বা নন পোলার হওয়ায় একটি কার্বন ডাই অক্সাইড অণুর পাশাপাশি থাকা অন্য কার্বন ডাই অক্সাইড অণুর সাথে কোন দৃঢ় বন্ধন থাকে না। এরফলে এটি গ্যাসীয় হয় ।

কিন্তু অন্যদিকে SiO2 একটি বন্ধনেই সন্তুষ্ট । এরফলে সিলিকন ডাই অক্সাইড বৃহৎ আকৃতিবিশিষ্ট পলিমাররূপেে (SiO2)n অবস্থান করে এবং এইজন্য এটি কঠিন হয়।

হায় বন্ধু, আপনি সম্ভবত "মিশ্রণ" এবং "যৌগ" গুলিয়ে ফেলছেন। কার্বন এবং সিলিকন দুটিই কঠিন পদার্থ, মানছি। কিন্তু তা বাদে তাদের রাসায়নিক ধর্ম সবই আলাদা। ছোট করে বুঝিয়ে দিচ্ছি।

দুটি পদার্থ যখন যৌগ গঠন করে, তখন তাদের মধ্যে মিল চলে যায় এক্কেবারে পরমাণুর স্তরে — একটি মৌলের পরমাণু আরেকটির পরমাণু থেকে হয় ইলেক্ট্রন ভাগাভাগী করে নেয়, অথবা ইলেক্ট্রন কম থাকার জন্য একটি মৌলের পরমাণু আরেকটি (এক বা একাধিক) পরমাণুর সঙ্গে লেগে যায়। এতে গঠন হয় একটি যৌগের অণু। এখন, এর পারমাণবিক গঠনের জন্য দুটি অণুর মধ্যে আকর্ষণ বল বেশি বা কম থাকতে পারে। খুব বেশি আকর্ষণ বল কাজ করলে উৎপন্ন পদার্থটি হবে শক্ত, কঠিন। এক্কেবারে কম হলে আবার পদার্থটি স্থায়ীই হবে না। এর মাঝামাঝি কিছু হলে হয় তা গ্যাসে পরিণত হবে, নয়ত' তরলে।

সিলিকন ও কার্বনের ইলেকট্রন বিন্যাস আলাদা, এবং তার জন্য এদের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়াও হয় আলাদা রকম। উৎপন্ন যৌগেও তাই রকমফের হয়, সিলিকনের অক্সাইড হয় কঠিন (বালির দানা বা কাঁচ*) আর কার্বন গঠন করে কার্বন মোনো অক্সাইড ও পরে কার্বন ডাই অক্সাইড, দুটিই গ্যাস।


CO2এর অনু সমূহের মধ্যে আন্তঃআনবিক আকর্ষন বল নেই বললেই চলে। এজন্য CO2 এর অনুগুলো পরস্পর থেকে দুরে দুরে অবস্থান করে। কিন্তু Sio2এর অনুগুলোর মধ্যে আন্তঃআনবিক আকর্ষন বল আছে।যার ফলে এরা পরস্পরেরর সাথে যুক্ত থাকে। আর এজন্যই Co2 ও SiO2যৌগ দুটিতে O [অক্সিজেন] উপস্থিত থাকে সত্তেও Co2গ্যাসীয় এবং SiO2 কঠিন.

0 comments:

Post a Comment