Recent Post
Loading...

সবচেয়ে বিষাক্ত রাসায়নিক পদার্থ কোনটি, যা মানুষের শরীরে প্রবেশ করলে 1-2 ঘন্টার ভেতর মানুষ মারা যাবে?



উত্তর : বিষাক্ত রাসায়নিক পদার্থ পলোনিয়াম.!!

পলোনিয়াম কী?

পলোনিয়াম ২১০ বিশ্বের বিরলতম পদার্থগুলোর একটি৷ ১৮৯৮ সালে বিজ্ঞানী দম্পতি মেরি ও পিয়েরে কুরি এই পদার্থটি আবিষ্কার করেন৷ এই বিজ্ঞানীদ্বয়ের দেশ পোল্যান্ডের নাম অনুসারে সেই পদার্থের নাম রাখা হয় পলোনিয়াম৷ ভূপৃষ্ঠের শক্ত আবরণে খুব নিম্ন ঘনত্বে প্রাকৃতিকভাবেই এই পদার্থের সৃষ্টি হতে পারে৷ তবে পারমাণবিক চুল্লিতেও কৃত্রিমভাবে এটির উৎপাদন সম্ভব৷ শিল্প-কারখানায় যন্ত্রপাতি স্থির বিদ্যুৎমুক্ত করতে অল্প পরিমাণে এই পদার্থটি ব্যবহার করা হয়….!!

0 comments:

Post a Comment