অযুগ্ম মানে হলো যুগ্ম নয়/অযুগল
সহজ ভাষায় বলতে গেলে single😊
Ni(28)- [Ar] 3d8 4s2
Then,Ni2+ means 2টি ইলেকট্রন কমবে
মানে, সর্বশেষ কক্ষপথের দুইটি ইলেকট্রন চলে যাবে
আর সর্বশেষ কক্ষপথ হল 4s2
তাহলে Ni2+ এর ইলেকট্রন বিন্যাস - [Ar] 3d8
হুন্ডের নীতি অনুযায়ী, ইলেকট্রনগুলো কোন অরবিটালে প্রবেশের সময় প্রথমে একমুখী স্পিনে(ঘড়ির কাটার দিকে) তারপর বিপরীতমুখী স্পিনে/ anticlockwise ভাবে প্রবেশ করে।
আমরা জানি,d orbital পাচটি উপ-উপশক্তিস্তরে বিন্যাস্ত
এখন 8টি ইলেকট্রনের প্রথম 5টি ইলেকট্রন clockwise ভাবে প্রবেশ করবে এবং বাকি 3টি ইলেকট্রন anticlockwise প্রবেশ করবে।
অতএব,শুধুমাত্র শেষ দুটি ঘরে single দুটি ইলেকট্রন ঘড়ির কাটার দিকমুখী হয়ে চুপচাপ বসে থাকবে।
সুতরাং, Ni2+ এ 2টি অযুগ্ম ইলেকট্রন আছে।
Thanks
ReplyDelete