Recent Post
Loading...

সালোকসংশ্লেষণ কিভাবে একটি জারণ-বিজারণ বিক্রিয়া?



প্রথমত আলোক নির্ভর পর্যায়ে পানি বা H2O থেকে ফটোলাইসিসের সময় ইলেক্ট্রনের বর্জন ঘটে।তাই বলা যায় H2O এর জারণ ঘটেছে।

এই ইলেকট্রন আবার ADP এর সাথে যুক্ত হয়ে পরবর্তীতে আলোক নিরপেক্ষ পর্যায়ে CO2 এর দারস্থ হয়।তাই আলোক নিরপেক্ষ পর্যায়ের আরেক নাম CO2 বিজারণ পর্ব।

তবে এক বাক্যে বলতে গেলে আলা যায় এই জৈব রাসায়নিক বিক্রিয়ায় ইলেক্ট্রন আদান-প্রদান ঘটে থাকে তাই একে জারণ বিজারণ বলে।


সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদের খাদ্য তৈরি করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে


সালোকসংশ্লেষ শব্দটি দুটি গ্রিক শব্দ photos (অর্থ: আলোক; এখানে সূর্যালোক) ও synthesis (অর্থ: সংশ্লেষণ, বা তৈরি করা) এর সমন্বয়ে গঠিত। আবার সালোকসংশ্লেষ কথাটি বিশ্লেষণ করলে দেখা যায়,সালোক শব্দটির অর্থ হলো--সূর্যালোকের উপস্থিতি এবং সংশ্লেষ শব্দটির অর্থ--কোনো কিছু উৎপাদিত হওয়া। এক কথায় সালোকসংশ্লেষ এর অর্থ দাঁড়ায় সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক সংশ্লেষ।যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড (CO2) ও মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয়, তাকে সালোকসংশ্লেষ বলে। এই প্রক্রিয়ায় সজীব উদ্ভিদকোষে উপস্থিত ক্লোরোফিল নামক রঞ্জক আলোকশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং তা উৎপন্ন শর্করাজাতীয় খাদ্যের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত রাখে। এই শক্তি পরবর্তীকালে স্বভোজী উদ্ভিদ দ্বারা অথবা শাকাহারী প্রাণীদের গৌণ পুষ্টিতে সাহায্য করে। সবুজ উদ্ভিদ ছাড়া কিছু জীবাণু এবং কিছু আদ্যপ্রাণীর মধ্যেও এই প্রক্রিয়া পরিদৃষ্ট হয়। যে শারীরবৃত্তিয় জারণ-বিজারণ প্রক্রিয়ায় কিছু জীবাণু, আদ্যপ্রানী ও ক্লোরোফিল যুক্ত সজীব কোশে (উদ্ভিদ) সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশ থেকে গৃহিত কার্বন ডাই অক্সাইড ও মূলরোম দ্বারা শোষিত জলের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় ও কার্বন ডাই অক্সাইডের সমপরিমান অক্সিজেন উত্পন্ন হয় এবং সৌরশক্তির আবদ্ধ ঘটে, তাকে বা সেই

সালোকসংশ্লেষণকারী অঙ্গসমূহ

  • পাতার সবুজ অংশ
  • কচি সবুজ কান্ড
  • থ্যালয়েড সবুজ উদ্ভিদের থ্যালাস
  • ফুলের সবুজ বৃতি ও বৃন্ত
  • ফলের সবুজ ত্বক
  • সাইটোপ্লাজম

সালোকসংশ্লেষণের উপাদান

  • প্রধান উপাদান
  • পানি (H2O)
  • কার্বন ডাই অক্সাইড (CO2)
  • সূর্যালোক
  • ক্লোরোফিল

সাহায্যকারী উপাদান

  • কো-এনজাইম
  • ADP( adenosine diphosphate)
  • NADP( Nicotinamide adenine dinucleotide phosphate)
  • RuDP( Ribulose Disphosphate)
  • RuBP( Ribulose Bisphosphate)

সালেকসংশ্লেষণ প্রক্রিয়া

সালেকসংশ্লেষণ এর বিক্রিয়া:- 6CO2 + 12H2O +তাপ→ C6H12O6+6H2O+6O2 সালেকসংশ্লেষণ প্রক্রিয়া ২টি পর্যায়ে সম্পন্ন হয়-

ক) আলোক নির্ভর পর্যায় খ) অন্ধকার পর্যায়

0 comments:

Post a Comment