XeCl₆ আসলেই গঠন সম্ভব কিনা আমি সঠিক জানি না। সম্ভব হলেও হয়তোবা স্থায়ীত্ব কম। তবে XeF₄ গঠন সম্ভব।
পঞ্চম পর্যায়ের মৌল জেননের (Xe) পরমাণুর আকার অন্যসব হ্যালোজেন সদস্যের আকারের চেয়ে বড়ো। আকারে বড়ো হওয়ায় এটির সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ সাধারণভাবেই কমে যায়। উচ্চ তাপমাত্রায় Ni প্রভাবকের উপস্থিতিতে অতি সক্রিয় ও সর্বাধিক তড়িৎ ঋণাত্মক ফ্লোরিন (F) পরমাণুর উপস্থিতিতে জেননের 5p অরবিটালের ইলেকট্রন যুগল ভেঙে এর 5d অরবিটালে বিজোড় ইলেকট্রনে স্থানান্তরিত হয়। পরে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন ফ্লোরিন পরমাণুর সাথে সমযোজী যৌগ গঠন করে থাকে। তখন জেনন +2, +4, +6, +8 জারণ-অবস্থায় থাকে।
জেনন অপেক্ষা ক্রিপ্টনের (Kr) উদ্দীপিত অবস্থা সৃষ্টি অধিকতর কঠিন। কারণ ক্রিপ্টনের সর্বশেষ শক্তিস্তর জেননের তুলনায় কাছাকাছি। তাই ক্রিপ্টনের যৌগসমূহের স্থিতি জেননের যৌগসমূহের স্থিতির তুলনায় কম; আর্গনের (Ar) যৌগসমূহের স্থিতি আরও কম। হিলিয়াম (He), নিয়নের (Ne) ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান পরিবর্তন ছাড়া ইলেকট্রনকে উদ্দীপিত করা সম্ভব নয়; ফলে তাদের ক্ষেত্রে প্রচুর শক্তির প্রয়োজন হয়। তাই তাদের কোনো স্থিতিশীল যৌগ নেই।
জেনন ও অন্যায় নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনকে উচ্চতর স্তরে আনা তখনই সম্ভব যখন অতি উচ্চ তড়িৎ-ঋণাত্মক মৌলসমূহ এর সাথে যুক্ত হয়। এ কারণে নিষ্ক্রিয় গ্যাসের শুধু ফ্লোরিন অধিকতর স্থিতিশীল যৌগ গঠন করে।
উৎস: সরোজ কান্তি সিংহ হাজারী, হারাধন নাগ রসায়ন প্রথম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি), হাসান বুক হাউজ, ঢাকা (জুন ২০১৬), পৃষ্ঠা ১৮৫
0 comments:
Post a Comment