Recent Post
Loading...

CNG ও LPG-এর পার্থক্য কী?



 CNG = Compressed Natural Gas

CNG সংকুচিত প্রাকৃতিক গ্যাস, যা প্রধানত মিথেন 200 থেকে 248 বার চাপে সংকুচিত হয়

LPG = Liquefied Petroleum Gas

LPG লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, প্রোপেন এবং বুটেনের মিশ্রণ 15 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1.7 - 7.5 বারের চাপে তরল। ...

CNG সস্তা এবং ক্লিনার, কিন্তু LPG একটি উচ্চতর ক্যালোরিক বেশি আছে ।


CNG হচ্ছে Compressed Natural Gas. অর্থাৎ প্রকৃতিতে প্রাপ্ত গ্যাসকে প্রচন্ড চাপে বোতলজাত বা কন্টেইনারজাত করে ব্যাবহার করা হয়। এর প্রধান উপাদান মিথেন (৮০-৯০℅)। অপরদিকে LPG হচ্ছে Liquid Petrolium Gas. খনিজ তেল প্রক্রিয়াজাত করার সময় কিছু কিছু গ্যাস উপজাত হিসেবে পাওয়া যায় ,যেমন প্রোপেন, বিউটেন। প্রোপেন বা বিউটেন বা এদের মিশ্রনকে প্রচন্ড চাপে তরল করে ব্যবহার করা হয়। তখন তাকে LPG বলে। উল্লেখ্য CNG তে যে প্রাকৃতিক গ্যাস ব্যাবহার করা হয় তাতেও কিছুটা প্রোপেন ও বিউটেন মিশ্রিত থাকে।


Compressed Natural Gas (CNG) ও Liquified Petroleum Gas (LPG) এর মধ্যে বিশাল পার্থক্য আছে, যদিও অনেকে ভুলক্রমে এদেরকে একই মনে করে।

প্রথমত CNG হচ্ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা মিথেন, যা আমাদের দেশে পাওয়া যায়, আর LPG হচ্ছে প্রোপেন, বুটেন, যা তেলের খনিতে পাওয়া যায় । LPG অনেক বেশি দাহ্য। LPG অনেকটা দামীও বটে, কেজি হিসেবে পেট্রলের মতো দাম।

0 comments:

Post a Comment