বৃষ্টির পানির pH 7 এর কম হওয়ার কারণ এতে স্বল্প মাত্রায় এসিডের উপস্থিতি। বাতাসে থাকা কার্বন ডাই অক্সাইড (CO↓2) জলীয়বাষ্পের সাথে বিক্রিয়া করে কার্বনিক এসিড(H↓2CO↓3) তৈরি করে যা জলীয়বাষ্পের সাথে মিশে গিয়ে মেঘে অবস্থান করে। একইভাবে বাতাসের সালফার ডাই অক্সাইড গ্যাস জলীয়বাষ্পের সাথে বিক্রিয়ায় সালফিউরাস এসিড তৈরি হয়। আবার সালফার ডাই অক্সাইড বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড তৈরি হয় যা আবার জলীয় বাষ্পের সাথে বিক্রিয়ায় সালফিউরিক এসিড তৈরি হয়। এসকল এসিড জলীয় বাষ্পের সাথে মিশে মেঘে অবস্থান করে যা পরে বৃষ্টির পানির সাথে ভূপৃষ্ঠে নেমে আসে। তাই এসকল এসিডের উপস্থিতিতে বৃষ্টির পানি মৃদু অম্ল বা এসিডিক হয়। যাকে আমরা বলি এসিড বৃষ্টি।
পানি বাতাসের মধ্য দিয়ে অনেক উপর থেকে পতিত হয় ফলে কার্বন ডাই অক্সাইড বা নাইট্রোজেনের ও সালফারের অক্সাইড পানিতে দ্রবীভুত হয় ৷ ফলে পানি সামান্য আম্লিক ধর্ম প্রাপ্ত হয় ৷ এই কারনে বৃৃৃৃৃৃষ্টির জলেরph মান ৭ এর নীচে থাকে ৷
Ph এর মান ৭ এর নিচে হলে তাদের অম্ল এবং যাদের Ph মান ৭ এর ওপরে তাদের ক্ষারক বলা হয়। যেহেতু বৃষ্টির পানির ph এর মান ৫-৬ সেহেতু এতে অবশ্যই এসিটিক পদার্থ থাকবে।
0 comments:
Post a Comment