Recent Post
Loading...

ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় কিভাবে?



ম্যাগনেসিয়াম ক্লোরাইড কিন্তু আয়নিক বন্ডের মাধ্যমে গঠিত। এই বন্ড গঠন করতে ম্যাগনেসিয়াম ২ টি ইলেক্ট্রন ত্যাগ করে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশনে পৌঁছায়। প্রতিটি ক্লোরিন ১ টি করে ইলেক্ট্রন গ্রহণ করে আর এভাবে মোট ২ টি নেগেটিভ চার্জে চার্জিত ক্লোরিন আয়ন তৈরি হয়। ম্যাগনেসিয়ামে পজিটিভ চার্জ আর ক্লোরিনের নেগেটিভ চার্জ পরস্পর আকর্ষণ করে আর বন্ড গঠন করে। এভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠিত হয়।

পানি একটি পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। এতে পোলার সমযোজী বন্ধন আছে আর এই বন্ড সহজে ভাংতেও চায় না। তাই যখন ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানিতে ছেরে দেন, তখন পানির পজিটিভ প্রান্ত ক্লোরিন আয়নকে টেনে নেয় আর নেগেটিভ প্রান্ত ম্যাগনেসিয়াম আয়ন টেনে নেয়। এভাবে ম্যাগ্নেসিয়াম ক্লোরাইড পানির মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়ে আর দ্রবীভূত হয়।

0 comments:

Post a Comment