Recent Post
Loading...

HgCl2 সাদা বর্ণের, কিন্তু HgI2 লাল বর্ণের কেন?



HgCl2 & HgI2 এদের অ্যানায়ন Cl2 & I2. আর I2 আর Cl2 অ্যানায়নের মধ্যে ক্লোরিনের আকার ছোট। পোলারায়নের শর্তানুযায়ী ক্লোরিনের আকার ছোট হওয়ায় কম পোলারিত হবে।আর তখন ক্লোরিন অ্যানায়ন থেকে ক্যাটায়নের দিকে ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার জন্য বেশি শক্তির প্রয়োজন হয়।আর সেই বেশি শক্তি টি শোষিত হয় অধিক ফ্রিকোয়েন্সি যুক্ত UV রশ্মি থেকে আর যে কারণে ঐই কম পোলারিত অ্যানায়ন এর যৌগটি বর্ণহীন বা সাদা দেখায়।আর তাই HgCl2 সাদা এবং HgI2 লাল।

0 comments:

Post a Comment