আমরা জানি যে মুক্ত যৌগে জারণ মান শূন্য ধরা হয়। আর সমযোজী যৌগে সাধারণত অক্সিজেন এর জারণ মান থাকে
। এখন আমরা যদি কার্বনের জারণ মান ধরি, তাহলে,
সুতরাং, কার্বন ডাই অক্সাইড যৌগে কার্বন এর জারণ মান
কার্বন ডাই অক্সাইড কি পোলার না অপোলার?
আচ্ছা, কোনো যৌগ পোলার কখন হয়?
- যৌগটি সমযোজী
- যৌগের কেন্দ্রীয় মৌলের সাথে বন্ধনে আবদ্ধ মৌলের তড়িৎ ঋণাত্মকতর পার্থক্য যদি পোলারিটির নিন্ম সীমাকে অতিক্রম করে, তাহলে সেই যৌগটি পোলার।
এবার আসি কার্বন ডাই অক্সাইড এর পালায়! হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড সমযোজী। এবং এটি উপরের দুটি শর্তও পালন করে।
তাহলে কি কার্বন ডাই অক্সাইড পোলার?
না।
লক্ষ্য করুন এর গাঠনিক সংকেত টাকে। এখানে দুই দুটি কার্বন অক্সিজেন দিবন্ধন (C=O) আছে। আরো মজার বেপার হচ্ছে, এরা একটি সমতলে আছে। একেবারে সমান্তরাল করে ১৮০ ডিগ্রি এঙ্গেল এ!
ফলে বামদিকের অক্সিজেন যেই পরিমাণ আকর্ষণ করছে, ডানদিকের টাও বিপরীত দিকে সমপরিমাণ আকর্ষণ করছে। ফলে কি হলো মোট আকর্ষণ? কাটাকাটি না?
কাজেই এখানে অবশিষ্ট পোলারিটি রইলো শূন্য!
বুঝতে পারছেন না? তাহলে গণিত দিয়ে বুঝুন! ১+(-১) = কত? কাটাকাটি করে ০ হয় না?
আচ্ছা, গণিত না ভালো লাগল আপনাকে দিয়েই বুঝাই! ধরুন আপনার দুইটা বউ! এক বউ ডান হাত ধরে টানছে আরেক বউ বাম হাত ধরে! যেহেতু দুই বউএর শক্তিই সমান আপনি কোনদিকেই যাচ্ছেন না! ফলে আপনদের ফ্যামিলির পোলারিটি শূন্য!
0 comments:
Post a Comment