কখন একটা দু্বল ক্ষার শক্তিশালী ক্ষারে পরিনত হয়?

 যে সব ক্ষার জলে ১০০% আয়নিত হয় তাদের শক্তিশালী ক্ষার এবং যে সব ক্ষার ১০০% এর কম আয়নিত হয় তাদের দূর্বল ক্ষার বলে।

যেমন NaOH শক্তিশালী ক্ষার এবং NH3OH দূর্বল ক্ষারক।

তাই দূর্বল ক্ষারকে শক্তিশালী ক্ষারে পরিণত করা যায় না যদি না

কেবল মাত্র বিক্রিয়া দ্বারা উপাদান পরিবর্তন করি।

0 comments:

Post a Comment