Recent Post
Loading...

H2so4 এবং Hclo4-এর মধ্যে তীব্র অ্যাসিড কোনটি?

 HClO4 অধিক তীব্র Acid ।।

H2SO4 ও HClO4 উভয় অক্সিএসিড । অক্সি এসিডসমূহের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্নক জারণ মান যার যত বেশি সেটি তত তীব্র এসিড।

H2SO4 এর কেন্দ্রীয় পরমাণু S এর জারণ মান +6 এবং HClO4 এর কেন্দ্রীয় পরমাণু Cl এর জারণ মান হচ্ছে +7 অথাৎ HClO4 এর কেন্দ্রীয় পরমাণুর ধনাত্নক জারণ মান H2SO4 অপেক্ষা বেশি। তাই HClO4 অধিক তীব্র।

তবে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্নক জারণ সমান হলে যে Acid এর কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট সেটা অধিক তীব্র হয়।।

H2SO4 এ S এর জারণ মান -

HClO4 এ Cl এর জারণ মান-

0 comments:

Post a Comment