Recent Post
Loading...

Cr এবং Fe2+ এর ইলেকট্রন সংখ্যা সমান হলেও ইলেকট্রন বিন্যাস এক নয় কেন?

 Cr ও Fe দুটো ভিন্ন মৌল এবং তাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 24 ও 26। Cr র ইলেকট্রন বিন্যাস [ Ar] 3d54s1, Fe র [Ar]3d64s2. Fe থেকে দুটো ইলেকট্রন বেড়িয়ে গেলে Fe2+ হয়। এখন প্রশ্ন হলো কোন দুটো ইলেকট্রন নির্গত হবে। সব থেকে বাইরের কক্ষ অর্থাৎ নিউক্লিয়াস থেকে সবথেকে দূরের ইলেকট্রন সুযোগ প্রথম। তাই Fe2+ র ইলেকট্রন বিন্যাস [Ar]3d6.

0 comments:

Post a Comment