Recent Post
Loading...

সালফিউরিক অ্যাসিড এবং ওলিয়াম-এর মধ্যে কোনটি শক্তিশালী অ্যাসিড?

 সালফিউরিক এসিড বেশি শক্তিশালী নাকি ওলিয়াম?

আগে দেখা যাক, সালফিউরিক এসিড কী এবং ওলিয়াম কী জিনিস।

সালফিউরিক এসিড বলতে গাড় সালফিউরিক এসিডকে বোঝানো হয় যাতে সালফিউরিক এসিড থাকে এর ভরের অনুপাতের ৯৮%, অর্থাৎ বাকি ২% পানি মেশানো থাকে।

অন্যদিকে ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক এসিড বা পাইরোসালফিউরিক এসিড হলো ১০০% বিশুদ্ধ সালফিউরিক এসিডের মধ্যে সালফার ট্রাই অক্সাইডের মিশ্রণ!

H2SO4(100%) + SO3 —— > H2S2O7 (ওলিয়াম)

এই মিশ্রণে যেহেতু শতভাগ সালফিউরিক এসিড থাকে, তাই এর শক্তি বেশি হয়।

আর ওলিয়ামের মধ্যে পানি যোগ করেই গাড় সালফিউরিক এসিড প্রস্তুত করা হয়।

H2S2O7 + H2O —— > H2SO4 (98%)

পানি মেশানো মানেই ঘনমাত্রা কমে যাওয়া মানে শক্তি কমে যাওয়া।

এই জন্য সালফিউরিকএসিড থেকে ওলিয়াম বেশি শক্তিশালী।

1 comment:

  1. সালফিউরিক এসিড ও পারক্লোরিক এসিড কোনটি বেশি শক্তিশালী ব্যাখ্যা কি হবে

    ReplyDelete