Recent Post
Loading...

লঘু H2SO4 এবং গাঢ় H2SO4-এর মধ্যে পার্থক্য কী?

 লঘু H₂SO₄ জলের পরিমাণ বেশি, কিন্তু এসিডের পরিমাণ কম।

সমস্ত এসিডই জলীয় দ্রবনে কাজ করে।

যে সকল এসিডে জলের পরিমাণ 50%এর কম তাদের লঘু এসিড বলে।

যে সকল এসিডে জল ও এসিড উভয়ের পরিমাণ 50% তাদের মধ্যম গাঢ় এসিড বলে।

যে সকল এসিডে এসিডের পরিমাণ 50% এর বেশি তাদের ঘন বা গাঢ় এসিড বলে।

এসিড জলীয় দ্রবণে আয়নে বিশ্লেষিত হয়ে H⁺আয়ন উৎপন্ন করে।

লঘু এসিডের জলীয় দ্রবণে এসিডের সমস্ত অণু বিশ্লেষিত হয়ে H⁺আয়নে পরিণত হয়, অন্যদিকে গাঢ় এসিডের ক্ষেত্রে জলের পরিমাণ কম থাকায় এসিডের সমস্ত অণু আয়নে বিশ্লেষিত হতে পারে না, কিছু সংখ্যক অণু অ-বিশ্লেষিত অবস্থায় থাকে।

গাঢ় এসিড দ্রবনে একক আয়তনে H⁺আয়নের সংখ্যা বেশি হওয়ায় এর তীব্রতা লঘু এসিডের চেয়ে বেশি হয়।

0 comments:

Post a Comment