Recent Post
Loading...

জৈব যৌগের নামকরণ-(শেষ পর্ব)

শিখনফল: IUPAC পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ করতে পারবে।




এই পর্বে আমরা চক্রিয় যৌগ (অ্যালিফেটিক) এবং বিশেষ করে অ্যারোমেটিক (বেনজিন ও জাতক) যৌগসমূহের নামকরণ শিখব।

সরল শিকল হাইড্রোকার্বনের নিয়ম অনুসরণ করে নামের আগে সাইক্লো (cyclo) শব্দ বসিয়ে চক্রিয় যৌগগুলির নামকরণ করা হয়। যেমন-


আগের পাঠ থেকেই আমরা জানি, যৌগের গঠনে ৩টি পরমানু এবং একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন বলে এটির নাম হবে প্রোপেন। শুধু যৌগটি চক্রিয় বলে এর নামের আগে সাইক্লো শব্ধটি বসিয়ে যৌগটির নামকরণ করা হয়েছে সাইক্লোপ্রোপেন।

অনুরূপভাবে-

(৫টি কার্বন এবং একটি দ্বিবন্ধন)


এভাবে সাইক্লো শব্ধটি বসিয়ে চক্রিয় অ্যালিফেটিক হাইড্রোকার্বনের নামকরণ করা হয়।

সাধারণত বেনজিন এবং বেনজিনের মত চক্র বিশিষ্ট যৌগসমূহ অ্যারোমেটিক হয়।
অ্যারোমেটিক যৌগের নামকরণে প্রথমেই মাতৃ চক্রের নাম, প্রতিস্থাপিত মূলকের অগ্রাধিকার, অবস্থান, বর্ণানুক্রম এসব বিষয়ের উপর ভিত্তি করে নামকরণ করতে হয়।

কিছু মাতৃ অ্যারোমেটিক চক্র-


এইবার নিচের অ্যারোমেটিক যৌগগুলির নামকরণ দেখি-

(মাতৃ বেনজিন চক্রে ক্লোরিন প্রতিস্থাপিত মূলক। তাই ক্লোরোবেনজিন)


অনুরুপভাবে-



একক প্রতিস্থাপিত মূলক যুক্ত কিছু বেনজিন চক্রের সাধারণ নাম রয়েছে। নিচের যৌগগুলিকে IUPAC স্বীকৃত মূলনাম হিসেবে বিবেচনা করা হয় (কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রমে লেখা হলো)।






দ্বিপ্রতিস্থাপিত বেনজিন যৌগের নামকরণ-

প্রথম প্রতিস্থাপকের কার্বন কে ১নং কার্বন বিবেচনা করে এর স্বাপেক্ষে দ্বিতীয় প্রতিস্থাপক তিনটি সম্ভাব্য অবস্থানে প্রতিস্থাপিত হতে পারে। এই অবস্থান তিনটিকে অর্থো, মেটা এবং প্যারা বলা হয়। সংক্ষেপে এদেরকে o-, m- ও p- দ্বারা চিহ্নিত করা হয়।

(এখানে এর স্বাপেক্ষে Y প্রতিস্থাপিত মূলক)

যেমন-



প্রচলিত নামের কিছু দ্বিপ্রতিস্থাপিত যৌগ-



আরও কিছু নাম (কার্যকরী মূলকের অগ্রাধিকার অনুসারে ১নং কার্বন নির্ধারণ করা হয়েছে)-



আশা করি এই নিয়মগুলো অনুসরণ করে এবং বেশি বেশি অনুশীলন করে আমরা IUPAC পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ করতে পারব।

নামকরণ কর-
i)                    CH3CH2CH(CH3)-C(CH3)3
ii)                  C(CH3)3- C(CH3)3
iii)                Cl3C-NO2
iv)                CH3CHCl2
v)                  CH3-CH2-CH=CH2
vi)                CH2=CHBr
vii)              (CH3)2C=C(CH3)2
viii)            CH3-C(CH3)=CH-CH=CH2
ix)                CH3-CH(Cl)-C(CH3)=CH2
x)                  CH3-CH(CH3)CH=C(CH3)-CH(CH3)2
xi)                (CH3)2CHCH=CHCH2COCH3
xii)              CH3-C≡C-C(CH3)3
xiii)            CH3-CH(Br)-C≡C-CH3
xiv)            (CH3)3C-OH
xv)              BrCH2CH2CH(OH)CH3
xvi)            OH-CH2-CH(OH)-CH2-OH
xvii)          CH3-CH(Cl)-CH(OH)-CH(CH3)-CH2-CH3
xviii)        CH3-CH(OH)-CH2-CHO
xix)            CH3-CH=CH-CO-CH3
xx)              CH3-CH2-CH(CHO)-CH2-CH(CH3)-CH3
xxi)            CH3-CH2-CO-CH2-C(CH3)3
xxii)          CH≡C-CH2-CHO
xxiii)        CH3-CH(OH)-CO-CH3
xxiv)        CH3-CO-CH(CH3)-CH2Br
xxv)          CH3-CH(CH3)-CH(NH2)-COOH
xxvi)        HOOC-COOH
xxvii)      CH3-CH(CH3)-CH(Cl)-COOH
xxviii)    CH3-(CH2)2-CH(Cl)-CH2(NH2)-COOH
xxix)        CH3-CH=CH-COOH
xxx)          CH3-(CH2)3-O-C3H7
xxxi)        ClCH2-CH2-N-(CH3)2
xxxii)      CH3-CH(N(CH3)2)-CH2-CH3
xxxiii)    CH3-CO-N(CH3)2
xxxiv)    CH3-CO-O-CH2-CH3
xxxv)      CH3-COOC6H5





0 comments:

Post a Comment